• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলনার দ্বিতীয় জয়ে তলানিতে সিলেট

  অধিকার ডেস্ক    ২৩ জানুয়ারি ২০১৯, ২২:৩৩

অলোক কাপালি
২২ রানে ৪ উইকেট নেন সিলেট সিক্সার্সের অলোক কাপালি (ছবি : সংগৃহীত)

প্রথম চার ম্যাচে টানা হারের পর একটি জয়। এরপর ফের হারের বৃত্তে বন্দি ছিল খুলনা টাইটান্স। টানা হেরেছিল তিনটি ম্যাচ। সেই হতাশা কাটিয়ে বিপিএলের এবারের আসরে দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। প্রতিপক্ষ সিলেট সিক্সার্সকে ঠেলে দিয়েছে বিপিএলের পয়েন্ট তালিকার তলানিতে।

বিপিএলে বুধবারের দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে ২১ রানের জয় পেয়েছে খুলনা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে মাহমুদউল্লাহর খুলনা গড়েছিল ৯ উইকেটে ১৭০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। জবাবে পুরো ২০ ওভার খেলে সোহেল তানভীরের সিলেট থামে ৭ উইকেটে ১৪৯ রানে।

এই জয়ে ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে খুলনা। অন্যদিকে ৮ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে সাত দলের তালিকায় সবার নিচে নেমে গেছে সিলেট। নিজেদের সবশেষ তিন ম্যাচেই হেরেছে দলটি।

সংক্ষিপ্ত স্কোর :

খুলনা টাইটান্স : ১৭০/৯ (২০ ওভারে) (টেইলর ৪৮, জুনায়েদ ৩৩, আল আমিন ২, শান্ত ১৭, মাহমুদউল্লাহ ৩, আরিফুল ০, ভিসে ৩৮, ইয়াসির ৮, তাইজুল ৯*, জুনায়েদ ০; তানভীর ০/২৮, তাসকিন ২/৩৫, ইরফান ০/৩৭, নওয়াজ ২/২৬, নাসির ০/১৯, কাপালি ৪/২২)

সিলেট সিক্সার্স : ১৪৯/৭ (২০ ওভারে) (লিটন ০, সাব্বির ১৩, আফিফ ২৯, কাপালি ১১, নওয়াজ ৫৪, পুরান ২৮, তানভীর ৫,জাকের ২*, নাসির ০*; শুভাশীষ ১/৪০, জুনায়েদ ১/২৮, ইয়াসির ১/১৪, তাইজুল ৩/৩২, ভিসে ১/২৪, মাহমুদউল্লাহ ০/৯)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড