• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

টেবিলের এক-দুইয়ের লড়াইয়ের অপেক্ষা দর্শক 

  অধিকার ডেস্ক    ২১ জানুয়ারি ২০১৯, ১৪:৪৯

ঢাকা ও চিটাগং
সাকিব আল হাসান-মুশফিকুর রহিম (ছবি : বিসিবি)

বিপিএলের ষষ্ঠ আসরে ২২ ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় প্রথম দুটি স্থানে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। পয়েন্ট তালিকাকে শেষ কথা মানলে হবে যে, আজ লিগে অন্যতম এক রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে। কারণ, মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় দ্বিতীয় খেলায় মুখোমুখি হচ্ছেন সাকিব আল হাসানের ঢাকা ও মুশফিকুর রহিমের চিটাগং।

সিলেটে অনুষ্ঠিত শেষ ম্যাচে খুলনার বিপক্ষে বিশাল স্কোর করে জয় পেয়েছে চিটাগং। আজও তারা সেই ধারা ধরে রাখতে চাইবে। অন্যদিকে ৬ ম্যাচে ৫ জয় পাওয়া ঢাকা ডায়নামাইটসও ছেড়ে কথা বলবে না।

সিলেট সিক্সার্সের অধিনায়ক মুশফিকুর রহীম আছেন ভাল ফর্মে। সিলেট পর্বের শেষ দুই ম্যাচ থেকে তার ব্যাট হাসতে শুরু করেছে। বিপিএলের এখন পর্যন্ত সেরা পাঁচ ব্যাটসম্যানদের তালিকায় আছে তার নাম।

অন্যদিকে ঢাকা ডায়নামাইটেসের অধিনায়ক দীর্ঘ ছয় বছর পর বিপিএলে হাফ-সেঞ্চুরির দেখা পেলেন। বল হাতেও ভালো সময় যাচ্ছে তার। ঢাকা ডায়নামাইটসের সিলেট পর্বের নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সিলেটের বিপক্ষে ৬ উইকেটের জয় পায়। তাছাড়া সুনিল নারিন, আন্দ্রে রাসেলও আছে তাদের ছন্দে।

তাই বিপিএলের আজকের দ্বিতীয় ম্যাচটি হচ্ছে যাচ্ছে টেবিলের লড়াই। আর দর্শক মুখিয়ে আছেন এই ম্যাচটি দেখার অপেক্ষায়।