• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলে বোলিংয়ে এগিয়ে দেশিরা-ব্যাটিংয়ে বিদেশিরা 

  অধিকার ডেস্ক    ২০ জানুয়ারি ২০১৯, ১৮:১৮

তাসকিন আহমেদ
উইকেট শিকারের পর তাসকিনের উদযাপন (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হয় নীরবে। ঢাকা পর্বের শুরুতে ম্যাচগুলোতে গ্যালারি ছিল দর্শকহীন। হচ্ছিল না কোন বড় স্কোর। ব্যাটে-বলে খেলা না জমায় প্রশ্ন উঠেছে অনেক। দর্শর খরা কাটাতে ম্যাচের সময় পরিবর্তন করায় হঠাৎ করে জমে ওঠে বিপিএল।

ঢাকায় ব্যাটসম্যানদের ব্যাট হাসতে শুরু করতে না করতে বিপিএল চলে গেল চায়ের দেশ সিলেটে। ছয়-চারের ফুলঝুড়িতে আসতে থাকে রান। ব্যাটম্যানদের রানের গতি বাড়ায় পিছিয়ে যায়নি বোলাররাও। সমান তালে টেক্কা দিয়ে নিয়েছেন উইকেট।

এবারের বিপিএলে সিলেট পর্ব শেষে শীর্ষ পাঁচ জন বোলারের মধ্যে দেশি চার জন। ৭ ম্যাচে ১৮ উইকেট নিয়ে শীর্ষে আছেন সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ। রংপুর রাইডার্সের শফিউল ইসলাম ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দ্বিতীয় এবং সমান ম্যাচ খেলে ১২ উইকেট নিয়ে তিনে একই দলের (রংপুর রাইডার্স) অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে তালিকার চারে। শীর্ষ পাঁচে একমাত্র বিদেশি বোলার দক্ষিণ আফ্রিকান রবি ফাইলিঙ্ক। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন চিটাগং ভাইকিংসের এই বোলার।

সিলেট পর্ব শেষে বিপিএলের সেরা পাঁচ বোলার :

খেলোয়াড় ম্যাচ উইকেট অ্যাভারেজ ইকো. সেরা ৪ উই.
তাসকিন আহমেদ ১৪ ১৫.২১ ৮.৮৭ ৪/২৮
শফিউল ইসলাম ১৩ ১৫.৩০ ৮.২৩ ৩/৩১
মাশরাফি বিন মর্তুজা ১২ ১৫.৬৬ ৬.৯৬ ৪/১১
সাকিব আল হাসান ১০ ১৬.১০ ৭.৬৬ ৩/১৮
রবি ফ্রাইলিঙ্ক ১৩.৪৪ ৭.৫৬ ৪/১৪

ব্যাটিংয়ে অবশ্য পুরো ভিন্ন অবস্থা। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচে বিদেশিদের অধিপত্যই অনেক বেশি। রান সংগ্রহে শীর্ষ তিন ব্যাটসম্যান যথাক্রমে রংপুর রাইডার্সের রাইলে রুশো (৭ ম্যাচে ৩৪৯ রান), সিলেট সিক্সার্সের নিকোলাস পুরান (৭ ম্যাচে ২৪৪ রান) এবং একই দলের ডেভিড ওয়ার্নার (৭ ম্যাচে ২২৩ রান)। দেশি ব্যাটসম্যানদের মধ্যে যথাক্রমে চার ও পাঁচে আছেন খুলনা টাইটান্সের জুনায়েদ সিদ্দিকী (৭ ম্যাচে ২০৩ রান) ও চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহীম (৫ ম্যাচে ১৯১ রান)।

সিলেট পর্ব শেষে সেরা পাঁচ ব্যাটসম্যান :

খেলোয়াড় ম্যাচ রান অ্যাভারেজ সেরা স্টাইক রেট ৫০ ১০০
রাইলে রুশো ৩৪৯ ৮৭.২৫ ৮৩ ১৪৪.২১
নিকোলাস পুরান ২৪৪ ৪৮.৮০ ৭২ ১৫৫.৪১
ডেভিড ওয়ার্নার ২২৩ ৩৭.১৬ ৬৩ ১৩১.১৭
জুনায়েদ সিদ্দিকী ২০৩ ২৯.০০ ৭০ ১৪২.৯৫
মুশফিকুর রহীম ১৯১ ৩৮.২০ ৭৫ ১৩৯.৪১

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড