• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিলেট পর্বের শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে চিটাগং

  অধিকার ডেস্ক    ১৯ জানুয়ারি ২০১৯, ১৮:২৫

মুশফিকুর রহীম
চিটাগংয়ের অধিনায়ক মুশফিকুর রহীম (ছবি : ক্রিকইনফো)

পর্দা নামছে বিপিএলের সিলেট পর্বের। শনিবার শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা টাইটান্স ও চিটাগং ভাইকিংস। এরই মধ্যে হয়ে গেছে টস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ভাগ্য পরীক্ষায় জিতেছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি মুশফিকুর রহীমের চিটাগংকে আমন্ত্রণ জানিয়েছেন ব্যাটিংয়ের।

বিপিএলের এবারের আসরে এটি খুলনা ও চিটাগংয়ের মধ্যকার দ্বিতীয় লড়াই। গেল ১২ জানুয়ারি দুদলের আগের দেখায় ছড়িয়েছিল উত্তাপ। দর্শকরা পেয়েছিলেন নিখাদ টি-টুয়েন্টির বিনোদন। নির্ধারিত ২০ ওভারের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছিল টাই। এরপর সুপার ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে ১ রানে জিতেছিল চিটাগং।

চলমান বিপিএলে আগের ৪ ম্যাচের ৩টিতে জিতেছে চিটাগং। ৬ পয়েন্ট নিয়ে রান ব্যবধানে তালিকার চতুর্থ স্থানে আছে তারা। অন্যদিকে খুলনার অবস্থা শোচনীয়। আগের ৬ ম্যাচে কেবল একবারই জয়ের স্বাদ পেয়েছে দলটি। মাত্র ২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তালিকার তলানিতে। ফলে এ ম্যাচসহ আগামী লড়াইগুলোতেও জয়ের বিকল্প নেই তাদের।

চিটাগং ভাইকিংস : মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, মুশফিকুর রহীম (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, দাসুন শানাকা, নাঈম হাসান, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, আবু জায়েদ।

খুলনা টাইটান্স : জুনায়েদ সিদ্দিক, পল স্টার্লিং, ব্রেন্ডন টেইলর, আল আমিন, মাহমুদউল্লাহ, আরিফুল হক, ডেভিড ভিসে, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, লাসিথ মালিঙ্গা, শুভাশীষ রায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড