• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাব্বিরের বিধ্বংসী ইনিংসে পাহাড় সমান লক্ষ্য রংপুরের

  অধিকার ডেস্ক    ১৯ জানুয়ারি ২০১৯, ১৫:২৪

সাব্বির ও লিটন
রানের জন্য ছুটছেন সাব্বির ও লিটন (ছবি : সংগৃহীত)

সাব্বির রহমান যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। খেলছিলেন বিপিএলের শুরু থেকেই কিন্তু নিজেকে মেলে ধরতে পারছিলেন না। মাঝে মধ্যে আভাস দিলেও ইনিংসটা বড় হচ্ছিল না। অবশেষে জ্বলে উঠল তার ব্যাট। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন জোগালেন নিকোলাস পুরান। দুজনে তুললেন রানের ঢেউ। তাতে রংপুর রাইডার্সকে ১৯৫ রানের টার্গেট দিল সিলেট সিক্সার্স।

শনিবার সিলেটে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফলে আগে ব্যাট করতে নামে ওয়ার্নারের সিলেট সিক্সার্স।

অবশ্য শুরুটা ভালো হয়নি সিলেটের। ইনিংসের শুরুতেই মাশরাফির শিকার হয়ে ফেরেন লিটন দাস। পরে আফিফ হোসেনকে নিয়ে খেলা ধরার চেষ্টা করেন সাব্বির রহমান। ভালোই খেলছিলেন তারা। তবে হঠাৎই ছন্দ হারান আফিফ। রুশোর অসাধারণ ফিল্ডিংয়ে ব্যক্তিগত ১৯ রানে রানআউট হন তিনি।

পরে ডেভিড ওয়ার্নারকে নিয়ে দলকে টেনে তোলেন সাব্বির। দুজনের মধ্যে দারুণ মেলবন্ধন গড়ে ওঠে। প্রথমে নিজেদের মধ্যে বোঝাপড়া তোলেন তারা। জুটি বেঁধে স্ট্রোকের ফুলঝুরি ছোটান উভয়ই। তাতে বাধে বিপত্তি। তেড়েফুঁড়ে মারতে গিয়ে মাশরাফির বলে অ্যালেক্স হেলসকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৯ রানে ফেরেন ওয়ার্নার। তাতে ভাঙে ৫১ রানের জমাট জুটি।

একে একে ফিরে গেছেন লিটন, আফিফ ও ওয়ার্নার। তবে ক্রিজে থেকে গেছেন সাব্বির। একাই দলকে টেনে তুলছেন তিনি। দারুণ খেলছেন এ হার্ডহিটার ব্যাটসম্যান। মাত্র ৩৪ বলে ২ চারের বিপরীতে ৪ ছক্কায় পঞ্চাশ স্পর্শ করেন তিনি।

ওয়ার্নার ফিরলে ক্রিজে এসে সাব্বিরের সঙ্গে জোট বাঁধেন নিকোলাস পুরান। জমে ওঠে তাদের জুটি। একপর্যায়ে রূদ্রমূর্তি ধারণ করেন তারা। ব্যাটকে তলোয়ার বানিয়ে রংপুর বোলারদের কচুকাটা করেন দুজনই। ছোটান রানের ফোয়ারা। তাদের দুই জনের ব্যাট থেকে ৮২ রান আসে। এরপর শেষ ওভারের প্রথম বলে সাব্বির আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে বিধ্বংসী ৮৫ রানের ইনিংস। তাতে চ্যালেঞ্জিং স্কোরের পথে এগিয়ে যায় সিলেট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড