• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকার হাল ধরে সাকিবের প্রথম অর্ধশতক 

  অধিকার ডেস্ক    ১৮ জানুয়ারি ২০১৯, ১৭:১৪

সাকিব আল হাসান
প্রথম হাফ-সেঞ্চুরির পথে ব্যাট করছেন সাকিব (ছবি : সংগৃহীত)

সিলেট সিক্সার্সের দেয়া ১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চাপে পড়েছে ঢাকা ডায়নামাইটস। ৩৭ রান তুলতেই টপঅর্ডারের ৩ উইকেট খুইয়েছে তারা। এরপর ঢাকার ত্রাণকর্তা হিসেবে আসলেন সাকিব আল হাসান। হাঁকালেন বিপিএলের ষষ্ঠ আসরে নিজের প্রথম হাফ-সেঞ্চুরি।

সিলেটের দেয়া ১৫৮ রানের জবাব দিতে নেমে শুরুটা শুভ হয়নি ঢাকা ডায়নামাইটসের। শুরুতেই মোহাম্মদ ইরফানের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন মিজানুর রহমান। প্রাথমিক ঝটকা কাটিয়ে ওঠার আগেই তাসকিন আহমেদের শিকার হয়ে সাজ ঘরে ফেরেন সুনিল নারাইন। ১০ বলে ৩ চার ও ১ ছক্কায় ২০ রান করে থামেন তিনি। পরক্ষণেই রনি তালুকদারকে সন্দীপ লামিচানে ফিরিয়ে দিলে চাপে পড়ে ঢাকা।

ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক চাপটা ভালোভাবেই সামলে নেন। এর আগে ঠিক তেমনভাবে ব্যাট হাতে উজ্জ্বল দেখা যায়নি সাকিবকে। কিন্তু আজ দলের প্রয়োজনে খেললেন দুর্দান্ত এক ইনিংস। দুই ছক্কা আর ৭টি চারের মারে বিপিএলের এবারের আসরে নিজের প্রথম অর্ধশতক করলেন তিনি। এই হাফ-সেঞ্চুরি করতে সাকিব বল খেলেছেন ৩০টি। এর আগে বল হাতে নিয়েছেন দুই উইকেট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড