• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএল খেলতে বাংলাদেশে পা রেখেছেন ডি ভিলিয়ার্স

  অধিকার ডেস্ক    ১৭ জানুয়ারি ২০১৯, ১৪:৩৩

এবি ডি ভিলিয়ার্স
বিপিএলে খেলতে সিলেটে পৌঁছেছেন এবি ডি ভিলিয়ার্স (ছবি : সংগৃহীত)

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তবে প্রতিযোগিতার প্রথম দিকের ম্যাচগুলোতে তাকে পাওয়া যায়নি। আগেই জানা গিয়েছিল, সিলেট পর্বে খেলতে দেখা যাবে ডি ভিলিয়ার্সকে। ফলে রংপুরের ভক্ত-সমর্থকরা ছিলেন অধীর অপেক্ষায়। অবশেষে তাদের সেই অপেক্ষার পালা শেষ হয়েছে।

বিপিএলে খেলতে বৃহস্পতিবার সকালে ঢাকায় পা রাখেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ডি ভিলিয়ার্স। ঢাকায় পৌঁছে হেলিকপ্টারে সিলেটের উদ্দেশে রওনা দেন তিনি। দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি টিম হোটেলে গেছেন 'মিস্টার ৩৬০ ডিগ্রি' খ্যাত তারকা।

আগামী শনিবার স্বাগতিক সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। সেদিনই ডি ভিলিয়ার্সকে খেলতে দেখা যাবে সিলেটের মাঠে। ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল দলটিতে আগে থেকেই আছেন। এবারে ডি ভিলিয়ার্স স্কোয়াডে যুক্ত হওয়ায় রংপুরের শক্তি নিঃসন্দেহে বেড়েছে।

ডি ভিলিয়ার্স আসায় জয়ের পথে ফেরার স্বপ্ন দেখতেই পারেন রংপুর ভক্তরা। বর্তমান বিপিএল চ্যাম্পিয়ন দলটির এবারের আসর ভালো কাটছে না মোটেই। এখন পর্যন্ত খেলা ৬ ম্যাচের মাত্র ২টিতে জিতেছেন মাশরাফিরা। দলটি আগের ৩ ম্যাচে টানা হেরেছে।

ডি ভিলিয়ার্সের পাশপাশি বাংলাদেশে এসে পৌঁছেছেন আরেক দক্ষিণ আফ্রিকান ওয়েইন পারনেল। এই বাঁহাতি পেসারও খেলবেন মাশরাফির রংপুর রাইডার্সের হয়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড