• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাকিবকে টসে হারিয়ে ব্যাটিংয়ে মিরাজ

  অধিকার ডেস্ক    ১৬ জানুয়ারি ২০১৯, ১৩:১৯

মেহেদী হাসান মিরাজ
মেহেদী হাসান মিরাজ; (ছবি : সংগৃহীত)

সিলেটে শুরু হওয়া বিপিএলের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের সঙ্গে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস।মিরাজের সঙ্গে টসে হেরে বোলিং করবে সাকিব আল হাসানের ঢাকা। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকার একাদশে পরিবর্তন না আসলেও মিরাজের রাজশাহীতে পরিবর্তন এসেছে তিনটি। মুনিনুল হক, সৌম্য সরকার ও লরি ইভেনসের পরিবর্তে মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফীস, সেকুগে প্রসন্নকে রাখা হয়েছে আজকের একাদশে।

এবারের বিপিএলের শুরু উড়ছে ঢাকা ডায়নামাইটস। নিজেদের শেষ ম্যাচে সিলেট সিক্সার্সকে ৩২ রানে হারিয়েছে দলটি। এ জয়ে চার ম্যাচ শেষে পুরো ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সাকিব আল হাসানের দলটি।

এছাড়াও সাকিব আল হাসানের ঢাকা কাগজে-কলমে রাজশাহীর চেয়ে শক্তির বিচারে এগিয়ে। যার প্রমাণ মিলেছে আসরের দ্বিতীয় ম্যাচে। মিরাজের রাজশাহীকে হারিয়েছে ৮৩ রানের বড় ব্যবধানে।

এ দিকে মিরাজের রাজশাহী নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইটান্সের সঙ্গে ২৫ রানে হেরেছে। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে দুটি জয় নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে। সাকিবের ঢাকা শক্তিশালী হলেও মিরাজের রাজশাহী জয় তুলে নিতে চাইবেন আজকের ম্যাচে।

ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, রনি তালুকদার, আরিফ হাসান, মোহাম্মাদ নাইম, আন্দ্রে রাসেল, কিয়েরান পোলার্ড, সুনিল নারিন, হজরতউল্লাহ জাজাই, আলি ইসলাম।

রাজশাহী কিংস একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফীস, সেকুগে প্রসন্ন, ক্রিস্টিয়ান জঙ্কার, ইসুরু উদানা, রায়ান টেন ডসকাটে।

এএপি