• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্পিন বিষে ৬৮ রানে গুটিয়ে গেল সিলেট 

  অধিকার ডেস্ক    ১৫ জানুয়ারি ২০১৯, ২০:২৯

মেহেদী হাসান
সিলেটের বিপক্ষে চার উইকেট নেওয়া মেহেদী হাসানের উল্লাস। (ছবি : সংগৃহীত)

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে মহাবিপর্যয়ে সিলেট সিক্সার। দেখে মনে হচ্ছিল যেন টেস্টের পঞ্চম দিনের খেলা চলছে। স্পিন বলের বাঁক যেন বুঝতেই পারছে না ব্যাটসম্যান। এই স্পিনের ছোবলে দাঁড়াতে না পেরে ঘরের মাঠে ৬৮ রানে ঘুটিয়ে গেল সিলেট সিক্সার।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফস্পিনার মেহেদী হাসান সিলেটের আসল ক্ষতিটা করেছেন। ইনিংসের দ্বিতীয় ওভারেই তিনি স্বাগতিক দলের ৩ ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখান। পরের সময়টায় সেই ক্ষতি আর পুষিয়ে উঠতে পারেনি সিলেট সিক্সার।

২২ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বসেছিল ডেভিড ওয়ার্নারের দল দেখে মনে হচ্ছিল, বিপিএলের ইতিহাসেরই সর্বনিম্ন স্কোরে অলআউট হবে। কিন্তু অলক কাপালির দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় লজ্জা এড়িয়েছে স্বাগতিকরা।

বিপিএলের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটি খুলনা টাইটান্সের। ২০১৬ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ১০.৪ ওভারেই ৪৪ রানে গুটিয়ে গিয়েছিল দলটি।

সিলেট তেমন লজ্জায় না পড়লেও ১৪.৫ ওভারের মধ্যে গুটিয়ে গেছে তাদের ইনিংস। এক অলক কাপালি ছাড়া দলের বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। কাপালি শেষ পর্যন্ত ৩১ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন।

মেহেদী হাসান বল হাতে সবচেয়ে সফল। ৪ ওভারে ২২ রান খরচ করে ৪টি উইকেট নিয়েছেন তিনি। আর লো অর্ডারের ৩ উইকেট নিয়ে ওয়াহাব রিয়াজ শেষটা করেছে। মাঝে ২টি উইকেট নেন লিয়াম ডসন।

সংক্ষিপ্ত স্কোর :

সিলেট সিক্সার্স : ১৪.৫ ওভারে ৬৮ (ওয়ার্নার ০, ফ্লেচার ৪, লিটন ৬, আফিফ ০, পুরান ০, সাব্বির ৬, অলক ৩৩*, তানভির ৫, তাসকিন ৪, নাবিল ০, আল আমিন ৫; সাইফউদ্দিন ৪-১-১৮-১, মেহেদি হাসান ৪-০-২২-৪, ওয়াহাব রিয়াজ ২.৫-০-১৫-৩, লিয়াম ডসন ৩-১-৪-২, শহিদ আফ্রিদি ১-০-৮-০)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড