• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজশাহীকে সহজ লক্ষ্য দিল খুলনা

  অধিকার ডেস্ক    ১৫ জানুয়ারি ২০১৯, ১৫:৫৮

দলের সঙ্গে খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ
দলের সঙ্গে খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ; (ছবি : সংগৃহীত)

ঢাকা পর্বে চার ম্যাচ খেলেও কোনো জয় পায়নি খুলনা টাইটান্স। সিলেট পর্বে প্রথম ম্যাচে মুখোমুখি রাজশাহী কিংস ও খুলনা। ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমে রাজশাহীকে লো স্কোরের লক্ষ্য দেয় খুলনা। সিলেটের ব্যাটিং বান্ধব পিচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায় মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু এই পিচেও বড় স্কোর করতে পারেনি টাইটান্সরা। ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভার খেলে ৯ উইকেটে তাদের সংগ্রহ ১২৮ রান।

সিলেটের ব্যাটিং পিচে খুলনার দুই ওপেনারের শুরুটা খুব ভালোভাবে শুরু করতে পারেননি। দলীয় ১৫ রানে উদানার বলে সাজ ঘরে ফিরে যান ওপেনার জহুরুল ইসলাম অমি (১৩)। এক চার ও এক ছক্কায় দলীয় ৩৭ রানে জুনায়েদ সিদ্দিকীও বিদায় নেন। ডেভিড মালানও ব্যর্থতার মিছিলে নাম লেখান। ব্যাটিং পিচেও পাওয়ার প্লেতে ব্যর্থ খুলনা টাইটানস।

অধিনায়ক মাহমুদুল্লাহ ব্যক্তিগত ৯ রানে ফিরে গেলে শান্ত দুর্ভাগার মত রান আউট হয়ে বিদায় নেন। বিপদের সময় খুলনার দায়িত্ব নিতে আজও ব্যর্থ কার্লোস ব্র্যাথওয়েট। আরাফাত সানির বলে এলবিডাব্লিউ হয়ে তিনিও বিদায় নিয়েছেন মাত্র ৮ রান করে।

খুলনার ধীর গতির ব্যাটিংয়ে আরিফুল হক শুধু সর্বোচ্চ স্কোর করতে পারেন। ২৭ বলে ২৬ রান করে ফেরেন তিনি। ডেভিড উইজও তার আগে ফিরে যান ১৩ রানের মামুলি ইনিংস খেলে। ব্যাটসম্যানরা লম্বা ইনিংস খেলতে না পারায় খুলনা শেষ পর্যন্ত সংগ্রহ করতে পারে ৯ উইকেটে ১২৮ রান।