• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএল : আজ শুরু সিলেট পর্ব

  রাফিদ চৌধুরী, সিলেট

১৫ জানুয়ারি ২০১৯, ০৬:০৩
স্টেডিয়াম
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ছবি- দৈনিক অধিকার)

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ষষ্ঠ আসরের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে সিলেটে। ঘরের মাঠে প্রত্যাশার চ্যালেঞ্জ নিয়ে মঙ্গলবার (১৫ জানুয়ারি) দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছে ডেভিড ওয়ার্নারের দল।

এ দিকে ঢাকা পর্বের প্রথম ধাপে তিন ম্যাচে মাত্র একটি জয় নিয়ে সিলেট এসেছে সিক্সার্সরা। অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নারকে দলে ভিড়িয়ে চমক আনলেও মাঠে এখনও খোলস ছেড়ে বের হতে পারেননি তিনি। নিজেদের মাঠে চারটি ম্যাচ পাবে সিলেট সিক্সার্সরা।

ঘুরে দাঁড়ানোর আশায় দলটির সিনিয়র ক্রিকেটার অলক কাপালি জানান, ‘প্রথম দুই ম্যাচ আমরা খুব ভালো খেলেছি। শেষ ম্যাচটা একটু খারাপ হয়ে গেছে। লক্ষ্য থাকবে প্রতিটা ম্যাচে ভালো করার, জেতার। এখানকার চারটা ম্যাচের উপর আমাদের অনেককিছু নির্ভর করছে।’

অপরদিকে সবার আগে সিলেটে আসা সিক্সার্স অনুশীলনও করেছে সবার আগে। সোমবার সকালে জেলা স্টেডিয়ামে ছিল তিন ঘণ্টার অনুশীলন পর্ব। পরে খুলনা টাইটানস ও রাজশাহী কিংস অনুশীলনে নামে। দুপুরে সিলেট পৌঁছায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। সিলেট পর্বের প্রথম দিনে দুই ম্যাচে নামবে ৪টি দল।

বিপিএলে ষষ্ঠ আসরের দ্বিতীয় পর্বে খেলতে ইতোমধ্যে সব দল সিলেট এসে পৌঁছেছে। রোববার দিন-রাত মিলিয়ে সিলেটে পা রেখেছে সিলেট সিক্সার্স, খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। সোমবার দিনে এসে পৌঁছেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস। রাতে এসে পৌঁছেছে ঢাকা ডায়নামাইটস।

অন্যদিকে টুর্নামান্টের আয়োজক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে। বিপিএলের ঢাকা পর্বে স্পাইডার ক্যাম ও ড্রোন ক্যামেরার ব্যবহার করা হয়েছিল। তবে সিলেটে অনুষ্ঠিত ৮টি ম্যাচে স্পাইডার ক্যাম ব্যবহার করা হবে না। আয়োজকরা সিলেটে স্পাইডার ক্যাম ব্যবহার করার মতো সুযোগ করতে পারেননি দেশের দৃষ্টিনন্দন এ স্টেডিয়ামে। তবে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে।

মঙ্গলবার দুপুর দেড়টায় মুখোমুখি হবে রাজশাহী-খুলনা, আর সন্ধ্যা সাড়ে ৬টার ম্যাচে কুমিল্লা লড়বে স্বাগতিক সিলেটের বিপক্ষে।