• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

টসে জিতে মিরাজকে ব্যাটিংয়ে পাঠালেন মাশরাফি 

  অধিকার ডেস্ক    ১৩ জানুয়ারি ২০১৯, ১৩:৩৩

মাশরাফি-মিরাজ
টসের মুহূর্তে দুই অধিনায়ক, মাশরাফি-মিরাজ; (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে রংপুর রাইডার্স। বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের দলনেতা মাশরাফি বিন মোর্তজা টসে জিতলেও রাজশাহীর অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে ব্যাটিংয়ে পাঠালেন।

রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচে হারার পর টানা দুই ম্যাচে জয় তুলে নেয়। তবে শেষ ম্যাচে তারা সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের কাছে হার মেনেছে। চার ম্যাচের ২টিতে জিতে ও ২টিতে হেরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা।

অন্যদিকে, রাজশাহী কিংস তিন ম্যাচে মাঠে নেমে জয় পেয়েছে মাত্র একটিতে। তাদের একমাত্র জয়টি এসেছে খুলনা টাইটান্সের বিপক্ষে। আর তাই আজকের ম্যাচে জয়ের বিকল্প কোনো পথ নেই। যেই ম্যাচে অধিনায়ক মিরাজ এবং মুমিনুল হকের ব্যাটে রান এসেছে সেই ম্যাচেই জয় পেয়েছে রাজশাহী। আর তাই এই দুই ব্যাটসম্যানের দিকেই তাকিয়ে থাকবে রাজশাহীর ভক্তরা।

রংপুর রাইডার্স একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম, নাহিদুল ইসলাম, ক্রিস গেইল, রবি বোপারা, বেনি হাওয়েল, রাইলে রুশো।

রাজশাহী কিংস একাদশ : মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজ, জাকির হাসান, লরি ইভেনস, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডসকাটে, ইসুরু উদানা, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান।

এএপি