• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গেইলকে নিয়ে ফিল্ডিংয়ে নামছে রংপুর

  অধিকার ডেস্ক    ০৮ জানুয়ারি ২০১৯, ১৭:১২

ক্রিস গেইল
চলতি আসরে প্রথমবারের মতো মাঠে নামছেন ক্রিস গেইল (সংগৃহীত)

আগের দুই ম্যাচে টসে হেরেছিলেন মাশরাফি বিন মর্তুজা। তৃতীয় ম্যাচে এসে তার ভাগ্যের চাকা ঘুরে গেল। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি। তিনি নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

বর্তমান বিপিএল চ্যাম্পিয়ন রংপুরের জন্য সুখবর রয়েছে আরও একটি। সুখবর রয়েছে বিপিএল ভক্তদের জন্যেও। এ ম্যাচে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার ক্রিস গেইল। অনাপত্তিপত্র (এনওসি) পেয়ে গেছেন ক্যারিবিয়ান দানব। আগের দুই ম্যাচে কাগজপত্রের জটিলতার কারণে তাকে মাঠের বাইরে অলস সময় কাটাতে হয়েছিল। গেইলকে জায়গা করে দিতে দলের বাইরে চলে যেতে হয়েছে অ্যালেক্স হেলসকে।

আসরে নিজেদের প্রথম ম্যাচে স্টিভেন স্মিথের কুমিল্লা কঠিন লড়াই শেষে পেয়েছিল জয়। সে ম্যাচের নায়ক ছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার শহিদ আফ্রিদি। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংসের কাছে হেরে যাওয়া রংপুর গেল ম্যাচে জয়ে ফিরেছে খুলনা টাইটান্সকে হারিয়ে। তাই এ ম্যাচে দুদলেরই লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখার।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স :

তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস, স্টিভেন স্মিথ (অধিনায়ক), শোয়েব মালিক, এনামুল হক বিজয়, শহিদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার, মেহেদী হাসান, মোহাম্মদ শহিদ।

রংপুর রাইডার্স :

রাইলে রুশো, ক্রিস গেইল, মেহেদী মারুফ, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, ফরহাদ রেজা, বেনি হাওয়েল, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম, সোহাগ গাজী।

এসএইচ