• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্মিথের কাছে হারল ওয়ার্নারের সিলেট সিক্সার্স

  অধিকার ডেস্ক    ০৬ জানুয়ারি ২০১৯, ১৬:০৬

বিপিএল
ওয়ার্নারকে হারিয়ে শুভ সূচনা হোলো স্মিথের; (ছবি : সংগৃহীত)

বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের দেওয়া ১২৮ রানের জবাবে ব্যাট করতে এক বল হাতে রেখে ৪ উইকেটের নাটকীয় জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন তামিম ইকবাল (৩৫) ও শহিদ আফ্রিদি (৩৯)।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বল হাতে সিলেটের হয়ে আল আমিন হোসেন ও সন্দীপ লামিচানে পান দুটি করে উইকেট। এছাড়াও মোহাম্মদ ইরফান শিকার করেন একটি উইকেট।

এর আগে কুমিল্লার বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ তোলে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স। সিলেটের হয়ে নিকোলাস পুরান (৪১), ডেভিড ওয়ার্নার (১৪), আফিফ হোসেন ধ্রুব (১৯) ও অলোক কাপালি (১৯) রান করেন।

সংক্ষিপ্ত স্কোর :

সিলেট সিক্সার্স : ১২৭/৮ (২০ ওভারে) লিটন (১), ওয়ার্নার (১৪), হৃদয় (৮), আফিফ (১৯), সাব্বির (৭), পুরান (৪১), কাপালি (১৯), তাসকিন (৪), লামিচানে (১*), আল আমিন (১*); মেহেদি ২/৪, শাহীদ ৩/২, আফ্রিদি ১/৪, সাইফউদ্দিন ২/৩।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৩০/৬ (১৯.৫ ওভারে) তামিম (৩৫), লুইস (৫), ইমরুল (০), স্মিথ (৫), মালিক (১৩), বিজয় (৫), আফ্রিদি (৩৯*), সাইফউদ্দিন (৫*); আল আমিন ২/৪, লামিচানে ২/৪, ইরফান ১/৪।

ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: আফ্রিদি।

এএপি