• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

'একজন বেড়ে যাওয়ার অর্থ ৫০ জনকে খেলানো যাবে'

  অধিকার ডেস্ক    ০৪ জানুয়ারি ২০১৯, ২২:০৬

মাশরাফি বিন মর্তুজা
রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা; (ছবি : সংগৃহীত)

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মূল একাদশে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা পাঁচ থেকে কমিয়ে চারে নেওয়া হয়েছে। অর্থাৎ স্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ বেড়ে গেছে। আর এই সুযোগটাকে বিশাল একটা পাওনা হিসেবে দেখছেন মাশরাফি বিন মর্তুজা।

শুক্রবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের অধিনায়ক জানান, 'এটা ভালো খবর যে, এবার সাতজন খেলোয়াড় (দেশি) খেলতে পারছে। একজন খেলোয়াড় বেড়ে যাওয়ার অর্থ ঘুরিয়ে-ফিরিয়ে ওই জায়গায় প্রায় ৫০ জন খেলোয়াড়কে খেলানো যাবে। যেহেতু অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ পাওয়া যাচ্ছে। এটা একটা ভালো দিক।'

আগামীকাল শনিবার আসরের উদ্বোধনী ম্যাচে মুশফিকুর রহীমের চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবেন মাশরাফিরা। তবে ঘুরে-ফিরে উঠে আসে বিশ্বকাপ প্রসঙ্গ। মাশরাফি অবশ্য জানান, বিপিএলের সঙ্গে ২০১৯ বিশ্বকাপের কোনো সংযোগ দেখছেন না তিনি, 'আমাদের খেলোয়াড়রা ভালো খেলছে। আন্তর্জাতিক টি-টুয়েন্টি যদি খেয়াল করেন, জাতীয় দলে যারা আছে তারা ভালো খেলছে। আর তরুণ যেসব খেলোয়াড় উঠে আসছে তাদের জন্য এটা একটা ভালো সুযোগ। তবে আমার মতে, বিশ্বকাপের জন্য জন্য এই প্রতিযোগিতার প্রয়োজনীয়তা একেবারেই নেই। কারণ প্রথমত ফরম্যাট টি-টুয়েন্টি। একেক সময়ে একেকজন ব্যাটিংয়ে যাবে। তাদের পরিস্থিতি থাকবে ভিন্ন ভিন্ন। বোলারদের বেলায়ও একই কথা। কখনও কখনও এক ওভারের স্পেল করতে হচ্ছে। তাই এটার সঙ্গে ৫০ ওভারকে যে কোনোভাবেই মেলানো কঠিন।'

আগামী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। বাংলাদেশের সঙ্গে সেখানকার কন্ডিশনের মিল একেবারেই নেই। তাই বিপিএল পরবর্তী নিউজিল্যান্ড সফরের দিকে তাকিয়ে সদ্য এমপি নির্বাচিত হওয়া মাশরাফি। তার মতে, 'যদি কন্ডিশনের কথা চিন্তা করেন, এখানে এমনিতেই রান কম হয়। ইংল্যান্ডে সেখানে ৩৫০ অথবা ৩২০-৩৩০ রানের ম্যাচ হবে। বরং বলা যায়, নিউজিল্যান্ড সিরিজ থেকে আমাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হতে পারে।'