• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলে ফেরা আশরাফুল ভালো খেলবেন, প্রত্যাশা মুশফিকের

  ক্রীড়া প্রতিবেদক

০৪ জানুয়ারি ২০১৯, ২০:১২
মোহাম্মদ আশরাফুল
ফের বিপিএলে নামতে তৈরি মোহাম্মদ আশরাফুল; (ছবি : সংগৃহীত)

নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল শনিবার প্রতিযোগিতার ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে দেখা যাবে তাকে। তার আগে আশরাফুলের দল চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহীম জানিয়ে রাখলেন তাকে ঘিরে নিজের প্রত্যাশার কথা।

২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বিপিএলের দ্বিতীয় আসরে খেলার সময় স্পট ফিক্সিংয়ে জড়িয়েছিলেন আশরাফুল। পেয়েছিলেন ৫ বছরের নিষেধাজ্ঞা। শাস্তির মেয়াদ শেষে ফের বিপিএলে নামতে তৈরি তিনি। এর মধ্যেই অবশ্য অনুমতি পেয়ে ঘরোয়া বিভিন্ন লিগে খেলেছেন আশরাফুল। সেসব প্রতিযোগিতায় তার পারফরম্যান্স জাতীয় দলে ফেরার জন্য এখন পর্যন্ত যথেষ্ট না হলেও খুব একটা খারাপ ছিল না। তবে আশরাফুল কঠোর পরিশ্রম করে চলেছেন নিজের সেরা ছন্দে ফিরে আসতে। আর সেটা মুশফিকের নজরেও পড়েছে।

শুক্রবার অনুশীলনের ফাঁকে মুশফিক বলেন, 'তিনি অনেক কষ্ট করেছন। ঘরোয়া এবং অন্যান্য পর্যায়ে পারফর্ম করেছেন। আশা করি তিনি এবারও ভালো খেলবেন। আর তিনি ভালো খেললে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো।'

বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল অভিযান শুরু করবে চিটাগং। মুশফিকের সব মনোযোগ এই ম্যাচকে ঘিরে, 'এটা যেহেতু প্রথম ম্যাচ, সবাই চাইবে ভালোভাবে শুরু করতে। আমরাও তা-ই চাই এবং আমরা যাদের সঙ্গে খেলব, তারা বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু এবার সবাই নতুন করে শুরু করবে। কাগজে-কলমে আমাদের দলটা ততটা শক্তিশালী না হলেও আমাদের কয়েকজন কার্যকর টি-টুয়েন্টি খেলোয়াড় আছেন। যাদের নিয়ে আমরা খুব ভালো একটা ম্যাচ দিয়ে আসর শুরু করতে পারবো বলে আত্মবিশ্বাসী।'

বিপিএলের গেল আসরে রাজশাহী কিংসের আইকন হিসেবে খেললেও অধিনায়কত্ব করেননি মুশফিক। দেশসেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান প্রতিযোগিতা শুরুর আগ মুহূর্তে জানিয়েছিলেন, নেতৃত্বভার কাঁধে নিতে চান না। তবে এবার চিটাগংয়ের কাণ্ডারি তিনি। আর এই বাড়তি দায়িত্বকে একইসঙ্গে সম্মান ও চ্যালঞ্জের বলে মানছেন তিনি।

দলকে সাফল্য এনে দিতে সেরাটা ঢেলে দেবেন বলে জানান মুশফিক, 'আমি যতবারই বিপিএল খেলেছি, চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দেয়ার। অনেক সময় হয়, অনেক সময় হয় না। সত্য কথা হলো, অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিলে দলের জন্য কাজ সহজ হয়ে যায়। এবারও তাই চেষ্টা থাকবে।'