• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

একনজরে বঙ্গবন্ধু বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক

  ক্রীড়া ডেস্ক

১৮ জানুয়ারি ২০২০, ১১:০২
রাইলি রুশো ও মুশফিকুর রহীম
রাইলি রুশো ও মুশফিকুর রহীম (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ফাইনালে শুক্রবার (১৭ জানুয়ারি) মুশফিকুর রহীমের খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছেন রাজশাহী রয়্যালসের আন্দ্রে রাসেল। তাতে বিপিএল পেয়েছে নতুন চ্যাম্পিয়ন। সঙ্গে মিলেছে একজন নতুন চ্যাম্পিয়ন অধিনায়কও।

বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ওঠে শিরোপা জিততে পারেননি খুলনার অধিনায়ক মুশফিক। অল্পের জন্য হতে পারেননি এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। এবারের আসরে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো। দল নক আউট পর্বে না উঠলেও সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় শীর্ষে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক

রাইলি রুশো (খুলনা টাইগার্স)- ১৪ ম্যাচে ৪৯৫ রান নিয়ে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় খুলনার রাইলি রুশো। সর্বোচ্চ ইনিংস খেলেছেন ৭১ রান।

মুশফিকুর রহীম (খুলনা টাইগার্স)- দ্বিতীয় স্থানে আছেন রুশো সতীর্থ খুলনার অধিনায়ক মুশফিকুর রহীম। ১৪ ম্যাচে ৪৯৫ রান করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৯৮ রান।

লিটন দাস (রাজশাহী রয়্যালস)- মুশফিকের থেকে এক ম্যাচ বেশি খেলে ৪৫৫ রান নিয়ে তৃতীয়তে অবস্থান করছেন রাজশাহী রয়্যালসের লিটন দাস। সেরা ইনিংস ৭৫ রান।

শোয়েব মালিক (রাজশাহী রয়্যালস)- চতুর্থ পজিশনে আছেন রাজশাহীর শোয়েব মালিক। ১৫ ম্যাচে ৪৫৫ রান করেছেন তিনি। সেরা ইনিংস ৮৭ রান।

ডেভিড মালান (কুমিল্লা ওয়ারিয়র্স)- ১১ ম্যাচে ৪৪৪ রান নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছেন কুমিল্লা ওয়ারিয়র্সের ডেভিড মালান। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১০০ রান।

আরও পড়ুন- শেষ হাসিটা হাসলেন মুস্তাফিজই

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড