• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিরোপা বঞ্চিত মুশফিকের সান্ত্বনা রেকর্ড

  ক্রীড়া ডেস্ক

১৭ জানুয়ারি ২০২০, ২২:৩৬
মুশফিকুর রহীম
মুশফিকুর রহীম (ছবি: সংগৃহীত)

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে রাজশাহী রয়্যেলসের কাছে ২১ রানে হেরে শিরোপা খুইয়েছে খুলনা টাইগার্স। ব্যাট হাতে ব্যর্থ হন খুলনার অধিনায়ক মুশফিক। চতুর্থ উইকেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ২১ রান করে রাসেলের বলে আউট হয়ে ফেরেন মুশফিক। তবে আউট হওয়ার আগে গড়েছেন রেকর্ড। ৪৯১ রান নিয়ে বিপিএলের এক আসরে সর্বোচ্চ রান করা বাংলাদেশি ব্যাটসম্যান এখন মুশফিক।

রাজশাহীর দেওয়া ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ রানেই দুই উইকেট হারায় খুলনা। এরপর দলের হাল ধরেন রাইলি রুশো ও শামসুর রহমান। এ দুইজন ফিরে গেলে আবারও চাপে পড়ে খুলনা। মুশফিকও জ্বলে উঠতে পারেননি। দলকে জয় থেকে ৩৭ রান দূরে রেখে আউট হন তিনি।

আউট হলেও ৭ রান করেই তামিমকে পেছনে ফেলে এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন মুশফিক। এর আগে, বিপিএলের এক আসরে সর্বোচ্চ রান করা বাংলাদেশি ছিলেন তামিম ইকবাল। ২০১৬ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে তামিম ইকবাল করেছিলেন ৪৭৬ রান। ফাইনালের আগে মুশফিকের রান ছিল ১৩ ম্যাচে ৪৭০। ছক্কা মেরে রেকর্ড নিজের করেন নেন মুশফিক। ৫ রানের পর ছক্কা হাঁকিয়ে এক বিপিএলে সর্বোচ্চ রানের মাইলফলক গড়েন তিনি।

ফাইনালের আগে এ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মুশফিক। তবে ফাইনালে ৩৭ রানের ইনিংস খেলে তাকে ছাড়িয়ে গেছেন রাইলি রুশো। রুশোর রান ৪৯৫। অন্যদিকে মুশফিক থেমেছেন ৪৯১ রানে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড