• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলের সর্বোচ্চ রান ও উইকেট কার

  ক্রীড়া ডেস্ক

১৬ জানুয়ারি ২০২০, ১৫:৩৩
সর্বোচ্চ রান ও উইকেট শিকারিরা
সর্বোচ্চ রান ও উইকেট শিকারিরা (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগাস ও রাজশাহী রয়্যালস। শুক্রবার (১৭ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। এবারের বিপিএলে বিদেশিদের তুলনায় কয়েকগুণ এগিয়ে দেশীয় খেলোয়াড়রা।

ব্যাট-বল উভয় বিভাগেই রাজত্ব করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিদেশি অনেক তারকা ক্রিকেটার থাকলেও টুর্নামেন্টের একদম শেষপর্যায়ে এসে দেখায় যায় ব্যাটিং ও বোলিংয়ের সেরা পাঁচে বেশিরভাগ নামই স্থানীয় ক্রিকেটারদের।

গ্রুপ পর্ব থেকে প্লে অফ পর্যন্ত ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাকি কেবল শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনালের আগে সর্বোচ্চ রান ও উইকেটের তালিকায় আধিপত্য বিস্তার করছে দুই ফাইনালিস্ট দলের ক্রিকেটাররাই।

ব্যাট হাতে এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক খুলনার অধিনায়ক মুশফিকুর রহীম। ১৩ ম্যাচে ৭৮.৩৩ গড়ে ৪৭০ রান করেছেন মুশফিক। যা কিনা বিপিএলের নির্দিষ্ট কোনো আসরে তার ব্যক্তিগত সর্বোচ্চ। দুইবার ৯০’র ঘরে গিয়েও সেঞ্চুরির আগে থামতে হয়েছে মুশফিককে। সে দুই ইনিংস ছাড়াও পঞ্চাশ পেরিয়েছেন আরও দুইবার।

মুশফিকের পরের অবস্থানেই আছেন তার সতীর্থ রাইলি রুশো। বিপিএলের গত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক, এখন পর্যন্ত ৪৫.৮০ গড়ে করেছেন ৪৫৮ রান। ফিফটি করেছেন ৪টি ম্যাচ। ব্যাটিংয়ের তালিকায় পরের তিনটি স্থানে রয়েছেন রাজশাহী রয়্যালসের শোয়েব মালিক।

অন্যদিকে বোলিংয়ে সর্বোচ্চ উইকেটের তালিকার নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ডানহাতি পেসার রুবেল হোসেন। ১৩ ম্যাচে মাত্র ১৪.৬ স্ট্রাইকরেটে তার উইকেটসংখ্যা ২০টি। বিপিএলের গত আসরে ২২ উইকেট নিয়ে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। এবার তার সামনে সুযোগ রয়েছে শীর্ষে থেকেই টুর্নামেন্ট শেষ করা।

অবশ্য রুবেলের সমান ২০ উইকেট রয়েছে মুস্তাফিজুর রহমানেরও। তবে তার দল রংপুর রাইডার্স বাদ পড়ে গেছে প্লে অফের আগেই। এ তালিকার পরের নামটি খুলনার পেসার রবি ফ্রাইলিংকের। তার উইকেটসংখ্যা ১৯টি।

ফাইনালের আগে বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক

১. মুশফিকুর রহীম (খুলনা টাইগার্স) - ১৩ ম্যাচে ৭৮.৩৩ গড়ে ৪৭০ রান, সর্বোচ্চ ৯৮* ২. রাইলি রুশো (খুলনা টাইগার্স) - ১৩ ম্যাচে ৪৫.৮০ গড়ে ৪৫৮ রান, সর্বোচ্চ ৭১* ৩. শোয়েব মালিক (রাজশাহী রয়্যালস) - ১৪ ম্যাচে ৪০.৫৪ গড়ে ৪৪৬ রান, সর্বোচ্চ ৮৭ ৪. ডেভিড মালান (কুমিল্লা ওয়ারিয়র্স) - ১১ ম্যাচে ৪৯.৩৩ গড়ে ৪৪৪ রান, সর্বোচ্চ ১০০* ৫. ইমরুল কায়েস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - ১৩ ম্যাচে ৪৯.১১ গড়ে ৪৪২ রান, সর্বোচ্চ ৬৭*

ফাইনালের আগের বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী

১. রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - ১৩ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট ২. মুস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স) - ১২ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট ৩. রবি ফ্রাইলিংক (খুলনা টাইগার্স) - ১৩ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৫ উইকেট ৪. শহীদুল ইসলাম (খুলনা টাইগার্স) - ১২ ম্যাচে ১৮ উইকেট, সেরা বোলিং ২৩ রানে ৪ উইকেট ৫. মোহাম্মদ আমির (খুলনা টাইগার্স) - ১২ ম্যাচে ১৮ উইকেট, সেরা বোলিং ১৭ রানে ৬ উইকেট

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড