• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজশাহীকে বড় টার্গেট দিতে পারেনি চট্টগ্রাম

  ক্রীড়া ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ২০:৩১
বঙ্গবন্ধু বিপিএল
গেইলকে আউট করেন আফিফ (ছবি : সংগৃহীত)

টস হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের গোড়াপত্তন করতে আসেন ক্রিস গেইল ও জিয়াউর। কিন্তু ইরফানের বলে শুরুতে বোল্ড হয়ে ৬ রান করে ফেরেন জিয়াউর। সেই সাথে এদিন আর দাঁড়াতে পারেননি ইমরুল। রাসেলের বলে ৫ রানে করে ফেরেন তিনি।

তবে অপর পাশে থাকা ক্রিস গেইল ২২ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। কিন্তু ফিফটি করে বেশি সময় থাকতে পারেননি গেইল। আফিফের দুর্দান্ত বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। যাওয়ার আগে ৫ ছক্কা ও ৬ চারে ২৪ বলে করেন ৬০ রান। এরপর পর ধস নামান নওয়াজ। ১৮ বলে ৩৩ রান করা মাহমুদউল্লাহকে ফেরান এবং একই ওভারে শূন্যতে ফেরান নুরুল হাসান সোহানকে।

এতে বিপর্যয়ে পড়ে যায় চট্টগ্রাম শিবির। মাত্র ২৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় তারা। শেষ দিকে গুনারত্নে করেন ৩১ রান। এতে ৯ উইকেটে ১৬৪ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড