• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছক্কার ঝড় তুলে ফিরে গেলেন গেইল

  ক্রীড়া ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ১৯:৫৮
বঙ্গবন্ধু বিপিএল
ক্রিস গেইল (ছবি : সংগৃহীত)

রাজশাহী বোলারদের শুরু থেকে তুলোধুনো করতে থাকেন ক্রিস গেইল। ফাইনালে ওঠার লড়াইয়ে নেমে তার মারমুখি ব্যাটে পাওয়ার প্লেতে ৫৮ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি করেন ক্যারিবীয় দানব।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের গোড়াপত্তন করতে আসেন ক্রিস গেইল ও জিয়াউর। কিন্তু ইরফানের বলে শুরুতে বলে বোল্ড হয়ে ৬ রান করে ফিরেন জিয়াউর। সেই সাথে এদিন আর দাঁড়াতে পারেনি ইমরুল। রাসেলের বলে ৫ রানে করে ফিরেন কায়েস।

তবে অপর পাশে থাকা ক্রিস গেইল ৬টি চার ও ৪ ছক্কায় তুলে নেন হাফসেঞ্চুরি। বিপিএলে এ ম্যাচের আগে নামের প্রতি সুবিচার করতে পারেননি ক্যারিবীয় ওপেনার। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচেই জ্বলে উঠেন ইউনিভার্স বস।

আফিফের দুর্দান্ত বলে বোল্ড হয়ে ফেরার আগে ৫ ছক্কা ও ৬ চারে ২৪ বলে করেন ৬০ রান। দলীয় ৯৭ রানে গেইল আউট হওয়ার পরই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপর্যয় শুরু। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১৫ ওভারে ৬ উইকেটে ১২৮ রান।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড