• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রাম নাকি রাজশাহী, কে যাবে ফাইনালে?

  ক্রীড়া ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ০৮:৪০
ফাইনালে উঠার লড়াই
ফাইনালে উঠার লড়াই চট্টগ্রাম-রাজশাহীর (ছবি : সংগৃহীত)

শুক্রবার-১৭ জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল হবে। এরই মধ্যে ফাইনালের এক দল নিশ্চিত হয়েছে। মুশফিকুর রহীমের খুলনা টাইগার্স শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করেছে। এখন বাকি আরেকটি দল। সেই দলটি হবে কারা? আজই তা নিশ্চিত হবে। মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়াই করবে। যে দল জিতবে তারাই ফাইনালে উঠে যাবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও মাছরাঙাতে।

বুধবার (১৫ জানুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারেই ফাইনালের টিকিট নিতে মরিয়া মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস। এলিমিনেটর ম্যাচে শক্তিশালী ঢাকাকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী চট্টগ্রাম। তাই রাজশাহীকে তারা ভয় পাচ্ছে না। দলের অধিনায়ক রিয়াদ বলেন, ‘আমাদের এখন চিন্তা একটাই ফাইনালে যাওয়া। এই ম্যাচে কীভাবে জিতব সেটাই আমাদের পরিকল্পনাতে থাকবে। দুই দলের দেশি বিদেশি ক্রিকেটার দারুণ ফর্মে। ’

কোন দল জিতবে আজ? তা বলা কঠিন। দুই দলই সমশক্তির। রাজশাহী ও চট্টগ্রামের মধ্যকার লিগপর্বের লড়াইয়ে একবার রাজশাহী জিতেছে। আরেকবার চট্টগ্রাম জিতেছে। দুই দলের লিগপর্বের লড়াই সমানে সমান হয়েছে। এবার দুই দল সেমি-ফাইনাল হয়ে ওঠা ম্যাচে মুখোমুখি হচ্ছে।

চট্টগ্রামের আত্মবিশ্বাসের কারণ তাদের দেশি-বিদেশি ক্রিকেটারদের দারুণ ফর্মে থাকা। বিশেষ করে ক্রিস গেইল আছেন। মুহুর্তেই যে কোনো ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। ব্যাটিংয়ে উড়ন্ত ফর্মে আছেন ইমরুল কায়েস। অধিনায়ক রিয়াদ ও শেষ দিকে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন ইনজুরি থেকে ফিরে। আর বোলিংয়ে অভিজ্ঞ রুবেল হোসেনের সঙ্গে আছেন চলতি বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি মেহেদী হাসান রানা ও নাসুম আহমেদ।

এ দিকে, রাজশাহীও দারুণ শক্তিশালী। লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব আর আন্দ্রে রাসেলও নিজেদের দিনে আগুন ঝরাতে পারেন। আর ফাইনালে যাওয়ার লড়াই বলে কথা। বল হাতে আবু জায়েদ রাহী, শোয়েব মালিক ও মোহাম্মদ ইরফান কম নয়। তাই লড়াই হবে সমানে সামান।

আরও পড়ুন : দুপুরে নিউজিল্যান্ডের মুখোমুখি টাইগার যুবারা

চট্টগ্রাম ও রাজশাহীর মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে যে দল জয় পাবে সে খেলবে সরাসরি ফাইনালে। আর যে দল হারবে তাকে টুর্নামেন্ট থেকে সরাসরি বিদায় নিতে হবে। তাই দুদলের মধ্যে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে তা আর বলতে হবে না। তাছাড়া ফাইনালে খেলার সুযোগ কে হাতছাড়া করতে চায় বলুন? রাজশাহী যেমন চাইবে না তেমনি চাইবে না চট্টগ্রামও। কাজেই অলিখিতভাবেই বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হাই ভোল্টেজ ম্যাচের তকমা পেয়ে গেছে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড