• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলে ইতিহাস গড়লেন আমির

  ক্রীড়া ডেস্ক

১৩ জানুয়ারি ২০২০, ২৩:০১
মোহাম্মদ আমির
মোহাম্মদ আমির (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে বল হাতে তাণ্ডব চালান আমির। ৪ ওভারে মাত্র ১৭ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নেন তিনি। তার বোলিং নৈপুণ্যে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে খুলনা টাইগার্স।

খুলনার দেওয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আমিরের বোলিং তোপে পড়ে রাজশাহীর ব্যাটসম্যানরা। প্রথম স্পেলে আমির তুলে নেন ৪ উইকেট। আমিরের বলে একে একে ফিরে যান লিটন দাস, আফিফ হোসেন, অলক কাপালী ও রবি বোপারা।

দ্বিতীয় স্পেলে শেষ ওভার করতে এসেও রাজশাহীর দুই উইকেট তুলে নেন এ পাকিস্তানি বোলার। এবার তার শিকারে পরিণত হয় তাইজুল ইসলাম ও শোয়েব মালিক। ওভারে ১৭ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেন তিনি। এটিই বিপিএলের ইতিহাসের সেরা বোলিং। এছাড়া প্রথম কোনো বোলার হিসেবে বিপিএলে এক ইনিংসে ৬ উইকেট তুলে নিলেন তিনি।

এর আগে প্রথম আসরে ৩.২ ওভারে ৬ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছিলেন মোহাম্মদ শামি, যা এতদিন বিপিএলের সেরা বোলিংয়ের রেকর্ড ছিল। সপ্তম আসের সে রেকর্ড ভাঙলেন আমির।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড