• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক আমিরে ফাইনালে খুলনা

  ক্রীড়া প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২০, ২২:৩০
মোহাম্মদ আমির
মোহাম্মদ আমির (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু বিপিএলে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে মুশফিকের খুলনা টাইগার্স। প্রথম কোয়ালিফায়ারে মোহাম্মদ আমিরের অগ্নিঝড়া বোলিংয়ে তারা রাজশাহী রয়্যালসকে ২৭ রানের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে খুলনা টাইগার্স ।

খুলনার দেওয়া ১৫৯ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে লিটন-আফিফরা। ৭.৫ ওভারে ৩৩ রান তুলতেই ৬ উইকেট হারায় তারা। রাজশাহী শিবিরে একাই তাণ্ডব চালান খুলনার বোলার আমির। এ পাক বোলার প্রথম স্পেলে ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ফ্রাইলিঙ্ক ১ ও শহিদুল নেন এক উইকেট। আফিফ ১১, লিটন ২, ফরহাদ রেজা ৩ ও বোপারা করেন ১ রান। এছাড়া রাসেল ও অলোক কাপালি ফেরেন রানের খাতা খোলার আগেই।

৬ উইকেট হারিয়েই ম্যাচ থেকে ছিটকে যায় রাজশাহী। তাইজুল ইসলামকে নিয়ে ৭৪ রানের জুটি গড়ে শোয়েব মালিক কেবল হারের ব্যবধানই কমিয়েছেন। তাদের এ জুটিও ভাঙেন আমির। শেষ স্পেলে নিজের শেষ ওভার করতে এসে একই ওভারে তাইজুল ও মালিককে ফেরান তিনি। মালিক ৫০ বলে ৮০ রান করলেও বাকিদের ব্যর্থতায় তা বৃথাই যায়। ২০ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৩১ রান।

এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নামে খুলনা। তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি দলটি। দলীয় ১৫ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান মেহেদী হাসান মিরাজ ও রাইলি রুশো। মেহেদী ৮ ও রুশো করেন শূন্য রান। ৫ বলের মধ্যে রাজশাহীকে জোড়া সাফল্য এনে দেন মোহাম্মদ ইরফান।

তৃতীয় উইকেট জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেন শান্ত ও শামসুর রহমান। তাদের জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় ৭৮ রান। দলীয় ৯৩ রানে বোপারার বলে শামসুর (৩১) আউট হলে ভাঙে এ জুটি। এরপর ২১ রান করে মুশফিক ব্যথা পেয়ে মাঠ ছাড়েন। এরপর নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে ইনিংস শেষ করেন শান্ত। তিনি ৫৭ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। অপরপ্রান্তে ৫ বলে ১২ রান নিয়ে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ জাদরান।

রাজশাহীর সেরা বোলার মোহাম্মদ ইরফান। ৪ ওভারে এক মেইডেনসহ মাত্র ১৩ রানের বিনিময়ে দুই উইকেট শিকার করেন তিনি। বাকি এক উইকেট যায় বোপারার ঝুলিতে।

ম্যাচ হারলেও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাবে রাজশাহী। দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম, চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে তারা। সে ম্যাচের জয়রী দল ফাইনালে মুখোমুখি হবে খুলনার। বিপিএলে এবারই প্রথম ফাইনালে উঠেছে খুলনা।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড