• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সবাইকে ছাড়িয়ে গেলেন মুশফিক

  ক্রীড়া ডেস্ক

১৩ জানুয়ারি ২০২০, ২১:৫৪
মুশফিকুর রহীম
মুশফিকুর রহীম (ছবি: সংগৃহীত)

বঙ্গবন্ধু বিপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন দেশসেরা ব্যাটসম্যান মুশফিকুর রহীম। সামনে থেকে নেতৃত্ব দিয়ে খুলনা টাইগার্সকে গ্রুপ টপার হিসেবে কোয়ালিফায়ারে তুলেছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ২১ রান করে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন মুশফিক। তবে মাঠ ছাড়ার আগে টুর্নামেন্টের রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে আসেন তিনি। ৪৪৯ রান নিয়ে দ্বিতীয় স্থানে থেকে খেলতে নামেন মুশফিক। ৪৫৮ রান নিয়ে এ ম্যাচের আগে শীর্ষে ছিলেন তারই সতীর্থ রাইলি রুশো। এদিন শূন্য রানে আউট হন রুশো। ২১ রানের ইনিংস খেলে ৪৭০ রান নিয়ে রুশোকে ছাড়িয়ে শীর্ষে ওঠেন মুশফিক। এছাড়া কুমিল্লা ওয়ারিয়র্সের ডেভিড মালান ৪৪৪ রান নিয়ে রয়েছেন তালিকার তৃতীয় স্থানে।

১৩ ম্যাচের ১৩ ইনিংসেই ব্যাট করে ৪৭০ রান করতে মুশফিক হাঁকান ৪ হাফসেঞ্চুরি। ৭৮.৩৩ গড়ে ও ১৪৭.৩৩ স্ট্রাইক রেটে এ রান করেন তিনি।

এছাড়া বিপিএলের সব আসর মিলিয়েও সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক। এ আসরেই তামিমকে হটিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। বিপিএলের সাত আসরে ৮৪ ম্যাচে মুশফিক করেছেন ২২৫৩ রান। অন্যদিকে ৭০ ম্যাচে তামিমের সংগ্রহ ২২২১ রান।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড