• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে বিপিএল

  ক্রীড়া ডেস্ক

১৩ জানুয়ারি ২০২০, ১৯:১১
বিপিএল
বাঁ থেকে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী (ছবি: সংগৃহীত)

চলছে বঙ্গবন্ধু বিপিএলের প্রথম কোয়ালিফায়ার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে লড়ছে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। এর আগে এলিমিনেটর ম্যাচে ঢাকা প্লাটুনকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে চট্টগ্রাম। ঢাকার বিদায়ে টুর্নামেন্টে টিকে রইল কেবল খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম এ তিনটি দল।

খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম এর আগে কখনো বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পায়নি। ফলে এ তিন দলের যে দলই শিরোপা জিতুক নতুন চ্যাম্পিয়নই পাচ্ছে বিপিএল।

আর আগের ছয় আসরের শিরোপা ভাগ করে নিয়েছে তিন দল। সর্বোচ্চ তিনবার বিপিএলের শিরোপা জিতেছে ঢাকা। এরপরই রয়েছে কুমিল্লা। দলটি শিরোপা জয়ের স্বাদ পেয়েছে দুইবার। বাকি একবার শিরোপা জিতেছে রংপুর। এছাড়া পঞ্চপাণ্ডবের মধ্যে মুশফিক ও মাহমুদউল্লাহও এখন পর্যন্ত বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পায়নি। দুইজনের সামনেই সুযোগ রয়েছে প্রথম শিরোপা জেতার।

অন্যদিকে, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম ছাড়াও বিপিএলে অংশ নিয়ে এখন পর্যন্ত শিরোপা জয়ের স্বাদ পায়নি সিলেট ও বরিশাল।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড