• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিসিবি চাইলে এখনই অধিনায়কত্ব ছাড়বেন মাশরাফি

  ক্রীড়া প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২০, ১৮:৪৯
সংবাদ সম্মেলনে মাশরাফি
সংবাদ সম্মেলনে মাশরাফি (ছবি : দৈনিক অধিকার)

একদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেন নাম প্রত্যাহার করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (ওয়ানডে) মাশরাফি বিন মুর্তজা। এবার বিসিবি যদি চায় সে ক্ষেত্রে এখনই ওয়ানডে দলের নেতৃত্বও ছেড়ে দিতে রাজি তিনি। নিজের অবসর ও অধিনায়কত্ব প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) বঙ্গবন্ধু বিপিএলের এলিমেনেটর ম্যাচে চট্টগ্রামের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ঢাকা প্লাটুন। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকার কাপ্তান। এসময় মাশরাফির বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে টাইগার কাপ্তান বলেন, ‘আমার তো মনে হয় পাপন ভাই বলেছে সবকিছু। একই বিষয়ে বারবার প্রশ্ন না করাই ভালো। পাপন ভাই তো পরিস্কার করেই দিয়েছে । সে তো বলেছে নতুন প্লেয়ার সুযোগ দেওয়ার জন্য। তিন বছর পর বিশ্বকাপ, যে কন্ট্রাকে আসবে তার দ্বায়িত্ব বাড়বে, নিজের কাছে মনে হবে আমি বোর্ডের চুক্তিতে আছি। তার খেলার ইচ্ছা বাড়বে। আমার কাছে মনে হয় নতুন কেউ আসা ভালো। ’

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও অধিনায়ক হিসেবে থাকছেন মাশরাফি। তবে বোর্ড যদি চায় তাহলে এখনই অধিনায়কত্বের দায়িত্ব থেকেও সরে দাঁড়াতে প্রস্তুত তিনি। ‘আমার কাছে তো মনে হয় না যে জাতীয় দলে আলাদা করে আগে অধিনায়ক হবে পরে দল হবে। বাংলাদেশে তো সবই হয় । আমার কাছে মনে হয় না আমাকে নিয়েই দল করতে হবে এমন কোনো মানে আছে। ক্যাপ্টেন্সি যদি বিসিবি এখনই ছেড়ে দিতে বলে এখনই ছেড়ে দিব। আমার সিদ্ধান্ত আমার কাছে থাকুক।’

দীর্ঘ দিন ধরে মাশরাফির অবসর প্রসঙ্গ নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে ব্যপক আলোচনা। নিজের অবসর নিয়ে কী ভাবছেন মাশারফি? জবাবে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক বলেন, ‘আগেরদিন বলে গেছি আমি বিপিএল খেলেব, ঢাকা লিগ খেলব। খেলাটা আমি উপভোগ করছি, আমি জাতীয় দলের খেলার কথা আপনাদের বলিনি। ৭০-৮০ জনের মতো প্লেয়ার এখানে খেলছে সবাই তো জাতীয় দলে খেলবে না।’

ক্যারিয়ারের শেষ মুহূর্তটা কী নিজের মন মতো হচ্ছে? মাশরাফি বলেন, ‘আমার মতে আমি যে আশা করেছিলাম তাই হচ্ছে। সবার ক্ষেত্রেই এমনটা হবে। এখন যে সুপারস্টার হয়েছে সেও একইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে। পাপন ভাই তো বলে দিছে, নিলে ভালো হয় (অবসর) , না নিলে কিছু না। আমি তো বারবার বলেছি, আপনারা আমার খেলাটাকে জাতীয় দল কেন্দ্রিক নিয়ে আসছেন। জাতীয় দল ঘিরেই তো সব কিছু না। আমার তো একটা সিদ্ধান্ত থাকা উচিত, বাংলাদেশে এমন অনেক খেলোয়াড় আছেন যারা মাঠ থেকে বিদায় নেননি । হাবিবুল বাশার সুমন ভাই তো দলের ক্রাইসিস সময়ে রান করেছেন। সেও একইভাবে মাঠ থেকে বিদায় নেননি । সুজন ভাইয়ের হয়তো সুযোগ হয়েছ।’

আনুষ্ঠানিক ভাবে মাশরাফিকে বিদায় দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এমন বিদায় নিতে আগ্রহ প্রকাশ করেননি মাশরাফি। ‘একটা সময় আমিও ভাবতাম। আমি এখন মনে করি যে প্রয়োজন নেই। ক্রিকেট বোর্ডে কাল অব্দি আমি চুক্তিবদ্ধ ছিলাম, তারা আমাদের অভিভাবক। তাদের বিপক্ষে যাওয়াটা আমি কখনই ঠিক মনে করিনা । একজন খেলোয়াড়কে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া উচিত তার ক্রিকেট বোর্ডকে । ক্রিকেট বোর্ড একজন ক্রিকেটারকে দেখাশোনা করে। তাদের অসংখ্য ধন্যবাদ যে তারা আমাকে মাঠ থেকে অবসর নেবার জন্য বলেছে । আমি তো পরিস্কার করেছি ওরকম কোন ইচ্ছা নেই। পরিস্থিতি তেমন আসলে সেটা দেখা যাবে । কার কাছ থেকে নিবো সেটাও দেখার বিষয় ।' আনুষ্ঠানিক বিদায় প্রসঙ্গে বলেন মাশরাফি।

এছাড়াও টেস্টের বেতন বৃদ্ধিতে খুশি তিনি। মাশরাফি টেস্ট বেতন বৃদ্ধি প্রসঙ্গে বলেন, ‌‘আমি মনে করি খুব ভালো সিদ্ধান্ত। তিন ফরম্যাটের জন্য যারা তাদের বেতন বেশি হবে অন্যদের থেকে এটা অনেক ভালো হয়েছে । সুন্দর হয়েছে, এমনটা হওয়া উচিত। আমি মনে করি বোর্ড খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা শুনি যে টেস্ট ক্রিকেট অনেকে খেলতে চায় না । বেতন বেশি থাকলে স্পিড টা আসবে যে বেতন বেশি পাবো যদি আমি টেস্ট ক্রিকেটটা খেলি । টেস্টের জন্য অনেক ভালো হবে মনে করি।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড