• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

গেইলকে ‘হুমকি’ মানতে নারাজ ঢাকা

  ক্রীড়া প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২০, ১২:৩৭
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ
ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হচ্ছে শক্তিশালী দুই দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ঢাকা প্লাটুন। সোমবার (১৩ জানুয়ারি) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১.৩০টায় শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে চট্টগ্রাম দলের অন্যতম সেরা শক্তির নাম ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। প্রতিপক্ষের জন্য চরম হুমকি টি-টুয়েন্টির ছক্কার রাজা। বিপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান ও সেঞ্চুরিও তার।

তবে গেইলকে হুমকি হিসেবে দেখছেন না ঢাকা প্লাটুনের পেস বোলিং কোচ সৈয়দ রাসেল। দৈনিক অধিকারকে একান্ত সাক্ষাৎকারে সাবেক এ বাঁ হাতি পেসার বলেন, ‘গেইলকে আমরা অতটা হুমকি মানছি না। খেয়াল করলে দেখবেন শেষ দুই ম্যাচে দলের হয়ে তেমন কিছুই করতে পারেননি তিনি। ফলে আমরা তাকে নিয়ে এতো ভাবছি না।’

এলিমিনেটরে হারলে বিপিএল যাত্রা শেষ হবে চট্টগ্রাম বা ঢাকা- যেকোনো এক দলের। অপরদিকে এলিমিনেটরে যে দল জিতবে তাঁরা প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সাথে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড