• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সব বিপিএলই হবে বঙ্গবন্ধুর নামে

  ক্রীড়া ডেস্ক

১২ জানুয়ারি ২০২০, ২২:৩০
বঙ্গবন্ধু বিপিএল
বঙ্গবন্ধু বিপিএলের লোগো (ছবি: সংগৃহীত)

নানা নাটকীয়তার পর ডিসেম্বরে মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টুর্নামেন্টের এ আসরের নামকরণ করা হয় বঙ্গবন্ধু বিপিএল। এছাড়া একই বছর দুইবার অনুষ্ঠিত হওয়ায় আসরটিকে বিশেষ আসরের মর্যাদা দেওয়া হয়।

বিপিএলের বিশেষ আসরে নেই কোনো ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টে অংশ নেওয়া ৭ দল পরিচালিত হচ্ছে স্পন্সর ও টিম ডিরেক্টরদের দ্বারা। এছাড়া দুটি দল সরাসরি পরিচালনা করছে বিসিবি। পরবর্তী আসর থেকেই অবশ্য আগের নিয়মে ফিরে যাবে টুর্নামেন্ট। ফিরবে ফ্রাঞ্চাইজিরা। তবে পাল্টাবে না নাম। এখন থেকে সব বিপিএলের নামই হবে বঙ্গবন্ধু বিপিএল।

রবিবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হয় বিসিবির বোর্ড সভা। সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে বিপিএলের নাম বঙ্গবন্ধু বিপিএল রাখার সিদ্ধান্তও নেওয়া হয়। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বঙ্গবন্ধু বিপিএল শুধু এ বছর করেছি। এটা আমরা ধরে রাখব। আজকে সিদ্ধান্ত নিয়েছি এটার নাম বঙ্গবন্ধু বিপিএলই থাকবে। আমাদের ইচ্ছা এই নামটা স্থায়ীভাবে থেকে যাবে।’

এছাড়া আগামী আসর থেকে আবারও যুক্ত হচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। এ ব্যাপারে পাপন বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি আসতে তো কোনো সমস্যা নেই। কিন্তু নামটা স্থায়ীভাবে বঙ্গবন্ধু বিপিএল করে দিচ্ছি।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড