• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাঝপথে জ্বলে ওঠা মুস্তাফিজই শীর্ষে

  ক্রীড়া ডেস্ক

১২ জানুয়ারি ২০২০, ১৪:৫৪
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ
ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু বিপিএলে ইতোমধ্যেই ৪২টি ম্যাচ শেষ হয়েছে। শেষ পর্বে ঢাকায় আরও ৮টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর টুর্নামেন্টের প্লে অফ নিশ্চিত হয়েছে। ব্যাটে-বলে বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত দেশি ক্রিকেটারদেরই আধিপত্য দেখা গেছে। এই আসরে এখন পর্যন্ত বিপিএলে সেরা পাঁচ উইকেট শিকারিদের মধ্যে ৪ জনই বাংলাদেশি।

এক নজরে দেখে নিন এখন পর্যন্ত (১২ জানুয়ারি) সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন যারা :

মুস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স): দারুণ ছন্দে থাকা মুস্তাফিজ এখন পর্যন্ত উইকেট শিকারের তালিকায় আছেন শীর্ষে। যেখানে ১২ ম্যাচে ২০ উইকেট নিয়ে বিপিএল শেষ করলেন কাটার মাস্টার। তার সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট।

রবি ফ্রাইলিংক (খুলনা টাইগার্স): লিগ পর্ব শেষে খুলনার হয়ে খেলা ফ্রাইলিংক আছেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ১২ ম্যাচ খেলে ১৮ উইকেট শিকার করেছেন এই আফ্রিকান পেসার। এই দক্ষিণ আফ্রিকান মিডিয়াম পেসারের সেরা বোলিং ১৬ রানে ৫ উইকেট।

মেহেদী হাসান রানা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স): বিপিএলে প্লেয়ার ড্রাফটে দল না পাওয়া রানা শুরুতে চমক দেখিয়েছেন। যেখানে প্রথম থেকে শীর্ষে ছিলেন চট্টগ্রামের এই তরুণ পেসার। কিন্তু লিগ পর্বের সবগুলো ম্যাচ না খেলতে পারলেও ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন তিনি। তার সেরা বোলিং ২৩ রানে ৪ উইকেট।

শহিদুল ইসলাম (খুলনা টাইগার্স): তরুণ পেসারদের মধ্যে রানার পর দুর্দান্ত বোলিং করছেন খুলনার হয়ে খেলা শহিদুল। যেখানে ১১ ম্যাচে রানার সমান ১৭ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন ডানহাতি এই পেসার। ২৩ রানে ৪ উইকেট তার সেরা বোলিং।

রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স): চট্টগ্রামের হয়ে দারুণ বোলিং করে আসছেন অভিজ্ঞ বোলার রুবেল হোসেন। ১১ ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়ে বাগেরহাটের এই পেসার আছেন পঞ্চম স্থানে। তার সেরা বোলিং ছিল ১৭ রানে ৩ উইকেট।

আরও পড়ুন : লিগ পর্ব শেষে বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক যারা

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড