• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুজনের অনুপ্রেরণাতেই শান্তর বিধ্বংসী সেঞ্চুরি

  ক্রীড়া ডেস্ক

১২ জানুয়ারি ২০২০, ১২:২৪
খালেদ মাহমুদ সুজন
নাজমুল হোসেন শান্ত ও খালেদ মাহমুদ সুজন (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। তরুণ এ ওপেনার শনিবার (১১ জানুয়ারি) ঢাকা প্লাটুনের বিপক্ষে ২০৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি তুলে নেন। ৫১ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় শতরানের মাইলফলক স্পর্শ করেন শান্ত। খুলনার হয়ে দুর্দান্ত ইনিংসের জন্য কোচ খালেদ মাহমুদ সুজনকে কৃতিত্ব দিয়েছেন এই ওপেনার।

টি-টুয়েন্টিতে জ্বলে উঠতে পারছিলেন না বলে বেশ হতাশ ছিলেন শান্ত। সেই হতাশা কাটিয়ে উঠেছেন খুলনা টাইগার্সের টিম ডিরেক্টর সুজনের জোগানো সাহস আর পরামর্শে।

শান্ত বলেন, ‘অনেক হতাশ ছিলাম, অস্বীকার করার কিছু নেই- এই ফরম্যাটে আমি হতাশ হয়ে যাই। গত দুই মাসের কথা চিন্তা করলে একজনের কথা না বললেই নয়- খালেদ মাহমুদ সুজন স্যার।’

শান্তর প্রতি সুজন আস্থা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ‘উনি সবসময় আমাকে মানসিকভাবে সমর্থন জোগান। এমন নয় যে ব্যাটিং স্কিল অনুযায়ী পরামর্শ দেন। সবসময় বলেন- তুই অনেক ভালো খেলোয়াড়। সবসময় প্রেরণা জোগান। সবসময় ইতিবাচক কথা বলেন, আত্মবিশ্বাস এনে দেন।’

শুধু সুজনই নন, বিসিবির কোচ সোহেল ইসলাম ও ছেলেবেলার কোচ রফিকুলের অবদানের কথাও তুলে ধরেছেন তিনি। সুজন ও সোহেলের পরামর্শ তার ব্যাটিংয়ে সাহায্য করেছে জানিয়ে শান্ত বলেন, ‘দুজন (সুজন ও সোহেল) সবসময় আমার উপর বিশ্বাস রেখেছেন। তারা যেভাবে সমর্থন জুগিয়েছেন বা এখনো যুগিয়ে যাচ্ছেন, আমার ব্যাটিংয়ে অনেক সাহায্য করেছে। বিশেষ করে সুজন স্যারের কথা বলতে হয়। শুরুতে চারটা ম্যাচে খারাপ করার পরও আমাকে এসে বলেছিলেন- তুই এই দলের মেইন প্লেয়ার। এই ধরনের কথায় আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। এ কারণেই হয়তো এই ইনিংসটা খেলতে পেরেছি।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড