• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেরা দুইয়ের জন্য লড়ছে রাজশাহী (লাইভ দেখুন)

  ক্রীড়া ডেস্ক

১১ জানুয়ারি ২০২০, ১৫:৩৮
বঙ্গবন্ধু বিপিএল
শীর্ষে ওঠার লড়াইয়ে ব্যাট করছে রাজশাহী (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারালেই কমপক্ষে সেরা দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করবে রাজশাহী রয়্যালস। নেট রান রেটে মাহমুদউল্লাহদের চেয়ে এগিয়ে আছে রাজশাহী। তাই এ ম্যাচ জিতলে চট্টগ্রামকে শীর্ষস্থান থেকে সরিয়ে দেবে তারা। তবে দিনের অপর ম্যাচে যেই জিতুক শীর্ষ স্থানে ওঠার সুযোগ থাকবে তাদের। কারণ নেট রান রেটে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স দুই দলই এগিয়ে আছে রাজশাহীর চেয়ে। তবে চট্টগ্রাম জিতলে ১৮ পয়েন্ট নিয়ে তারাই শীর্ষস্থান নিশ্চিত করবে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এমনই সমীকরণের ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাহমুদউল্লাহ ও নুরুল হাসান সোহানের ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৫৫ রান তোলে তারা। দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হার্ডহিটার ক্রিস গেইল। ২১ বলে ২৩ রানে ফিরে যান তিনি।

আরও পড়ুন :-আজ কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের জন্মদিন

রাজশাহী রয়্যালস এ ম্যাচেও তাদের সব রকমের বোলিং অস্ত্রের ব্যবহার করেছে। আট বোলার ব্যবহার করে চট্টগ্রামকে বেকায়দায় ফেলে তারা। এক পর্যায়ে ১৪ ওভার ২ বলে ৯২ রানে ৪ উইকেট পড়ে তাদের। এরপর মাহমুদউল্লাহ ও নুরুল হাসানের মারমুখী ব্যাটে ভর করে দেড়শ পার করে চট্টগ্রাম। মাহমুদউল্লাহ ৩৩ বলে ৪৮ ও সোহান ১৭ বলে ৩০ রান করেন।

চট্টগ্রাম-রাজশাহী ম্যাচ দেখুন সরাসরি

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড