• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু বিপিএলের লিগ পর্ব শেষ হচ্ছে আজ

  ক্রীড়া ডেস্ক

১১ জানুয়ারি ২০২০, ০৯:৩১
বিপিএল
দিনের প্রথম ম্যাচ চট্টগ্রাম ও রাজশাহীর (ছবি : বিসিবি)

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রাউন্ড রবিন লিগপর্বের শেষদিন আজ। গত ১১ ডিসেম্বর মাঠে গড়ানোর পর ৫ ধাপে মোট ৩২ দিনে আজকের দুই ম্যাচ নিয়ে মোট ৪২ ম্যাচ শেষ হবে। ইতোমধ্যেই হয়ে যাওয়া ৪০ ম্যাচের পর এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছে ইমরুল কায়েসের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ শেষ ম্যাচে তাদের সেই শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থাকা রাজশাহী রয়্যালস আজ জিতলেই উঠে আসবে পয়েন্ট টেবিলের এক নম্বরে। আর চট্টগ্রাম জিতে গেলে তাদের এক নম্বরে থেকেই লিগপর্ব শেষ করা নিশ্চিত হবে।

তবে চট্টগ্রাম যদি হেরে যায় শেষ পর্যন্ত তাদের অবস্থান কী হবে তা জানা যাবে দিনের দ্বিতীয় ম্যাচের ফলাফল হওয়ার পর। ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স মুখোমুখি হবে সেই ম্যাচে। চট্টগ্রাম হারলে আর ঢাকা জিতলে উঠে আসবে শীর্ষে। কিন্তু ঢাকা হেরে গেলে পয়েন্ট টেবিলে শীর্ষ চারটি দলের অবস্থানে আসবে পরিবর্তন। তাই আজ শনিবার (১১ জানুয়ারি) শেষদিনও থাকছে উত্তেজনা।

আরও পড়ুন : ‘মুস্তাফিজের অর্ধেক মানের বোলার দেখান বাংলাদেশে’

আসরের বাইলজ অনুসারে শীর্ষ দুটি দল খেলবে কোয়ালিফায়ার ম্যাচ আর পয়েন্ট টেবিলের তিন ও চারে থাকা দুই দল খেলবে এলিমিনেটর ম্যাচ। শেষ পর্যন্ত এ দুই ম্যাচ কোন দলগুলো খেলবে তা নিশ্চিত হবে আজ। মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম-রাজশাহী এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা-খুলনা মুখোমুখি হবে। দুটি ম্যাচটি সরাসরি দেখা যাবে মাছরাঙা ও গাজী টিভিতে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড