• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুশফিক-মেহেদীর তাণ্ডবে খুলনার রানপাহাড়

  ক্রীড়া প্রতিবেদক

১০ জানুয়ারি ২০২০, ২১:০০
মুশফিকুর রহীম
ব্যাট হাতে ঝড় তোলেন মুশফিক (ছবি: সংগৃহীত)

বঙ্গবন্ধু বিপিএলের ৪০তম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন দুই বাংলাদেশি ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও মেহেদী হাসান মিরাজ। এ দুই ব্যাটসম্যানের তাণ্ডবে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ২০ ওভারে ২ উইকেটে ২১৮ রানের বিশাল সংগ্রহ পেয়েছে খুলনা টাইগার্স। ৯৮ রানে অপরাজিত থাকেন মুশফিক। এ ম্যাচ জিতলে প্লে অফ নিশ্চিত হবে দলটির।

মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে হেরে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান। এ ম্যাচ দিয়ে বিপিএলে অভিষেক হয় ইফরান হোসেনের। ম্যাচের প্রথম ওভারেই অভিষিক্ত ইফরানের হাতে বল তুলে দেন মালান। অধিনায়ককেও হতাশ করেননি এ বোলার। দ্বিতীয় বলেই সাফল্য এনে দেন। খুলনার ওপেনার নাজমুল হাসান শান্তকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করেন ইফরান। এ দিন ঝড়ের ইঙ্গিত দিলেও ইনিংস লম্বা করতে পারেননি রাইলি রুশো। ১১ বলে ২৩ রান করে মুজিব উর রহমানের বলে আউট হন এ ব্যাটসম্যান। ৩৩ রানেই ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে মুশফিকের দল।

তৃতীয় উইকেটে ক্রিজে এসে মেহেদী মিরাজকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মুশফিকুর রহীম। ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে এ জুটি। দুইজনই ব্যাট হাতে তাণ্ডব চালাতে শুরু করেন। মাত্র ৯১ বলে গড়ে তোলেন ১৬৮ রানের বিশাল জুটি। ৪৫ বলে ৭৪ রান করে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মিরাজ। ৫ চার ও ৩ ছক্কায় এ ইনিংস সাজান তিনি। তবে ইনিংসের শেষ বল পর্যন্ত ক্রিজে ছিলেন মুশফিক। ৫৭ বলে ৯৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এটিই বিপিএলে মুশফিকের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ১২টি চারের সঙ্গে ৩টি বিশাল ছক্কা হাঁকান মুশফিক।

কুমিল্লার বোলরারা মুশফিক ও মিরাজের সামনে ছিল অসহায়। শুধু ব্যতিক্রম ছিলেন মুজিব। এ আফগান স্পিনার ৪ ওভারে মাত্র ১৮ রানের বিনিময়ে ১ উইকেট তুলে নেন। ইফরান ১ উইকেট পেলেও ৩ ওভারে রান দেন ৩৪। বাকিদের মধ্যে সৌম্য সরকার ৪ ওভারে ৩০ রান দিয়ে থাকেন উইকেট শূন্য।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড