• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেষের পথে বিপিএল, প্লে-অফে কারা?

  ক্রীড়া ডেস্ক

০৯ জানুয়ারি ২০২০, ১০:৪৪
বঙ্গবন্ধু বিপিএল
বিপিএলের লোগো (ছবি : সংগৃহীত)

দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে বিপিএলের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএল। এরই মধ্যে লিগ পর্বের ৩৮টি ম্যাচ শেষ হলো। আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) বিপিএলে বিরতি। আগামী কাল (শুক্রবার, ১০ জানুয়ারি) লিগ পর্বের লড়াইয়ে প্রথম ম্যাচে দুপুর ২টায় লড়বে ঢাকা প্লাটুন-রংপুর রেঞ্জার্স ও সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স-খুলনা টাইগার্স।

এ চারটি ম্যাচ পরই শুরু হবে প্লে অফ-লড়াই। চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী তিনটি দলই নিশ্চিত করেছে তাদের প্লে অফ। চতুর্থ দলটি হিসেবে এগিয়ে খুলনা টাইগার্স। তাদের হাতে এখনো দুটি ম্যাচ আছে। তাছাড়া পঞ্চম দলের চেয়ে দুই পয়েন্ট ও নেট রান রেটে অনেক এগিয়ে মুশফিকের দল।

পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাচ্ছে যে, ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা প্লাটুন। রাজশাহী ১১ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেলেও নেট রান রেটে আনেক পিছিয়ে তারা মাশরাফিদের চেয়ে।

আর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অনেকটাই নিশ্চিত খুলনা টাইগার্স। নেট রান রেট তাদের ০.৫০৭; পঞ্চম স্থানে থাকা কুমিল্লা ওয়ারিয়র্স ১১ ম্যাচ খেলে ১০ পয়েন্ট আর নেট রান রেট ০.০৫৬। তাই খুলনার বিপক্ষে জিতলেও কুমিল্লার জন্য প্রায় অসম্ভব শেষ চারে ওঠা । কারণ ০.০৫৬ নেট রানরেটকে ০.৫০৭ এর ওপর নিতে হলে প্রায় অবাস্তবকে সত্যে পরিণত করতে হবে তাদের।

দল ম্যাচ পয়েন্ট নেট রান রেট
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১১ ১৬ ০.২৩৮
ঢাকা প্লাটুন ১০ ১৪ ০.৮২৭
রাজশাহী রয়্যালস ১১ ১৪ ০.৩৬১
খুলনা টাইগার্স ১০ ১২ ০.৫০৭
কুমিল্লা ওয়ারিয়র্স ১১ ১০ ০.০৫৬
রংপুর রেঞ্জার্স ১১ -০.৯৫৭
সিলেট থান্ডার ১২ ০২ -০.৮২২

আরও পড়ুন : রংপুরকে বিধ্বস্ত করে প্লে অফ নিশ্চিত করল ঢাকা

এ দিকে, প্রথম কোয়ালিফায়ারে খেলার যোগ্যতায় এগিয়ে ঢাকা প্লাটুন। রংপুরের সঙ্গে জিতলেই সর্বাধিক রান রেটসহ ১৬ পয়েন্ট পাবে তারা। কারণ তৃতীয় স্থানে থাকা রাজশাহী তাদের শেষ ম্যাচ খেলবে চট্টগ্রামের বিপক্ষে। সে ক্ষেত্রে চট্টগ্রাম জিতলে ১৮ পয়েন্ট পাবে, আর হেরে গেলে রাজশাহী ১৬ পয়েন্ট পাবে। সে ক্ষেত্রে চট্টগ্রামের নেট রান রেট আরও কমে যাবে। তাই ঢাকা কমপক্ষে প্রথম অথবা দ্বিতীয়তে থেকেই প্লে-অফ খেলবে।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড