• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

হারলেই বাদ কুমিল্লা, প্লে-অফ নিশ্চিত চায় ঢাকা

  ক্রীড়া ডেস্ক

০৮ জানুয়ারি ২০২০, ১২:১২
বিপিএল ২০১৯
বিপিএলে লড়বে কুমিল্লা-খুলনা ও ঢাকা-রংপুর (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩৭তম ম্যাচে আজ (বুধবার, ৮ জানুয়ারি) কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি খুলনা টাইগার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। আর দিনের অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও রংপুর রেঞ্জার্স।

৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে মুশফিকের দল খুলনা টাইগার্স। অন্যদিকে ১০ ম্যাচের ৫টিতে জয় নিয়ে পঞ্চম স্থানে আছে মালানের দল কুমিল্লা ওয়ারিয়র্স। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে দুই দলই চাইবে ম্যাচ জিততে। তবে হারলেই বাদ পড়বে কুমিল্লা।

এ আসরে এটি দুই দলের প্রথম লড়াই। সবশেষ তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসী মালান-সৌম্যরা। আগের ম্যাচেও এ দুজন হাফসেঞ্চুরি করেছেন। অপর দিকে, টানা দুই ম্যাচ হেরে মুশফিকুর রহীমের খুলনা মানসিকভাবে পিছিয়ে। এ ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে চায় তারা।

বঙ্গবন্ধু বিপিএলে প্লে-অফে উঠার লড়াইয়ে সন্ধ্যায় ঢাকা প্লাটুনের মুখোমুখি হবে রংপুর রেঞ্জার্স। এরই মধ্যে রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্লে-অফ নিশ্চিত করেছে। সেরা চারের দৌড়ে এগিয়ে আছে ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। তবে খুলনা, কুমিল্লা ও রংপুরের চেয়ে অনেক এগিয়ে ঢাকা প্লাটুন। ৯ খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে মাশরাফি বাহিনী। আর একটি জয় পেলেই তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হবে তাদের।

আরও পড়ুন :-শক্তিশালী রাজশাহীকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম

সবশেষ দুই ম্যাচে জয় নিয়ে খোশ-মেজাজে রয়েছে মাশরাফির ঢাকা প্লাটুন। এদিকে, সেরা চার নিশ্চিত করতে হলে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই রংপুরের সামনে। এরপরও অন্য দলের হারের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড