• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিলেটকে অল্প রানে আটকে দিল কুমিল্লা

  ক্রীড়া ডেস্ক

০৭ জানুয়ারি ২০২০, ১৫:০৯
সিলেট থান্ডার
ছবি : বিসিবি

সিলেট পর্ব শেষে আজ থেকে আবারও ঢাকায় ফিরছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঢাকার তৃতীয় পর্বে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স এবং সিলেট থান্ডার। যেখানে ডেভিড মালানের কুমিল্লাকে (১৪১) রানের মামুলি টার্গেট দিল মোসাদ্দেক-মিঠুনদের সিলেট।

চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে কুমিল্লা। চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে তারা। মূলত দেশি ক্রিকেটারদের অফ ফর্মের কারণে দলটি প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না। অপরদিকে ১১টি ম্যাচ খেলে মাত্র একটি জয় পাওয়া সিলেটের এটাই শেষ ম্যাচ।

পুরো আসরে ব্যর্থতার বৃত্তে থাকা সিলেট নিজেদের শেষ ম্যাচেও তেমন কিছু করতে পারেনি। টসে হেরে আগে ব্যাট করতে নেমে জ্বলে উঠতে পারেনি কেউই। দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন আব্দুল মজিদ (৪৫)। এছাড়া দুই অঙ্কের ঘরে গেছেন আন্দ্রে ফ্লেচার (২২), জনসন চার্লস (২৬) ও জীবন মেন্ডিস (২৩)।

কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ : ডেভিড মালান (অধিনায়ক), উপুল থারাঙ্গা, মুজিব উর রহমান, ডেভিড ভিসে, সৌম্য সরকার, আল-আমিন হোসেন, ইয়াসির আলী চৌধুরী, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, ফারদিন হোসেন অনি।

সিলেট থান্ডার একাদশ : মোহাম্মদ মিঠুন, আব্দুল মজিদ, নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, নাঈম হাসান, নাজমুল ইসলাম অপু, এবাদত হোসেন, দেলোয়ার হোসেন, আন্দ্রে ফ্লেচার (অধিনায়ক), জনসন চার্লস, জীবন মেন্ডিস।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড