• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলে ‘ঝড়’ তুলতে ঢাকায় ক্যারিবীয় দানব গেইল

  ক্রীড়া ডেস্ক

০৬ জানুয়ারি ২০২০, ১২:০১
ক্রিস গেইল
ঢাকায় এসেছেন গেইল (ছবি : সংগৃহীত)

চার-ছক্কায় জমে ওঠা বিপিএলকে রাঙাতে ঢাকায় এসে পৌঁছেছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে গেইলের ঢাকায় আগমনের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজশাহী রয়্যালসের বিপক্ষে দলের হয়ে মাঠে নামতে পারেন তিনি।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে বিদেশিদের মধ্যে সবার আগে গেইলকে দলে টেনেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে গেইলের বিপিএলে আসা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টুয়েন্টি লিগে খেলা শেষে সংবাদমাধ্যমকে গেইল জানিয়েছিলেন, তিনি নিজেই জানেন না কীভাবে বিপিএলের ড্রাফটে তার নাম উঠেছে! সেই অনিশ্চিয়তা কাটিয়ে ক্রিস গেইল নিজেই নিশ্চিত করেছিলেন তিনি বাংলাদেশে আসছেন। অবশেষে এসে পৌঁছালেন তিনি।

বিপিএলে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন ক্রিস গেইল। ৩৮ ম্যাচে গেইল করেছেন ১ হাজার ৩৩৮ রান। প্রতিযোগিতাটির সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। হাঁকিয়েছেন ১২০টি ছক্কা। এবারও তার থেকে এমন কিছুরই প্রত্যাশা করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড