• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএল কাঁপানো ৮ বাংলাদেশি তারকা

  ক্রীড়া ডেস্ক

০৫ জানুয়ারি ২০২০, ২১:০৯
তামিম, নাঈম, এবাদত ও মেহেদী
বাঁ থেকে তামিম, নাঈম, এবাদত ও মেহেদী (ছবি: সংগৃহীত)

বঙ্গবন্ধু বিপিএলে ইতোমধ্যেই ৩৪টি ম্যাচ শেষ হয়েছে। শেষ পর্বে ঢাকায় আরও ৮টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর শুরু হবে টুর্নামেন্টের প্লে অফ। ব্যাটে-বলে বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত দেশি ক্রিকেটারদেরই আধিপত্য দেখা গেছে। টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি বেশকিছু তরুণ ক্রিকেটাররাও দুর্দান্ত খেলছেন।

দেখে নেওয়া যাক- এবারের বিপিএলে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করা ৮ বাংলাদেশি ক্রিকেটারকে-

ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম (রংপুর রেঞ্জার্স) বঙ্গবন্ধু বিপিএলে সুবিধা করতে পারেনি রংপুর রেঞ্জার্স। ৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। রংপুর ভালো না করলেও ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন দলটির ওপেনার মোহাম্মদ নাঈম। ১০ ম্যাচে তিনি করেছেন ৩৩৮ রান। দেশি ব্যাটসম্যানদের মধ্যে এটিই সর্বোচ্চ। তিনি এখন পর্যন্ত ২টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। তার গড় ৩৭.৫৫, সর্বোচ্চ ৭৮।

মোহাম্মদ মিথুন (সিলেট থান্ডার) বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডার ১১ ম্যাচে জয় পেয়েছে মাত্র ১টিতে। টুর্নামেন্ট থেকে তারা ইতোমধ্যেই ছিটকে গেছে। তবে ব্যাট হাতে রান পেয়েছেন সিলেটের মোহাম্মদ মিথুন। রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে রয়েছেন তিনি। ১১ ম্যাচে তার সংগ্রহ ৩৩১ রান, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। দুই হাফসেঞ্চুরিতে এ রান করেছেন তিনি। মিথুনের গড় ৩৬.৭৭। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে অপরাজিত ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এ ব্যাটসম্যান।

ইমরুল কায়েস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) বঙ্গবন্ধু বিপিএলের এখন পর্যন্ত সবচেয়ে সফল দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে তারা। দলের এমন সাফল্যে ব্যাট হাতে নেতৃত্ব দিচ্ছেন ইমরুল কায়েস। ৯ ম্যাচে ৩ হাফসেঞ্চুরিতে তিনি করেছেন ৩১৯ রান। ৫৩.১৬ গড়ে এ রান করেন তিনি।

তামিম ইকবাল ( ঢাকা প্লাটুন) বিশ্বকাপেই ফর্ম হারান দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এরপর শ্রীলঙ্কা সিরিজের পর দল থেকেই স্বেচ্ছা বিশ্রাম নেন। বঙ্গবন্ধু বিপিএল দিয়েই ফিরেছেন এ ক্রিকেটার। প্রথমদিকে কিছুটা অফ ফর্মে থাকলেও ধীরে ধীরে ফর্মে ফিরেছেন তিনি। খেলেছেন বেশ কয়েকটি দুর্দান্ত ইনিংসও। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৩ হাফসেঞ্চুরিতে ৩১৮ রান করেছেন তিনি। ৫৩.০০ গড়ে এ রান করেছেন তামিম।

বোলার মেহেদী হাসান রানা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) এবারের বিপিএলের সবচেয়ে বড় চমক মেহেদী হাসান রানা। প্লেয়ার ড্রাফটে অবিক্রিত থাকলেও পরে তাকে দলে ভেড়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম দুই ম্যাচে দলে ছিলেন না। এরপর সুযোগ পেয়েই দুর্দান্ত খেলেন তিনি। এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই। দুইবার ম্যাচে ৪ উইকেট নিয়েছেন এ পেসার।

মুস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স) বিপিএলের প্রথম দিকে ফর্মে ছিলেন না মুস্তাফিজ। তবে টুর্নামেন্টের বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই ভয়ঙ্কর হতে থাকেন তিনি। সিলেট পর্ব শেষে বিপিএলের দ্বিতীয় উইকেট শিকারি মুস্তাফিজ। ১০ ম্যাচে তার শিকার ১৬ উইকেট।

রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় বাংলাদেশিদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন পেসার রুবেল হোসেন। ৯ ম্যাচে তিনি নিয়েছেন ১৩ উইকেট।

এবাদত হোসেন (সিলেট থান্ডার) এখন পর্যন্ত টুর্নামেন্টে দাপট দেখিয়েছে দেশি পেসাররা। প্রথম চার বাংলাদেশি উইকেট শিকারির তালিকায় চারজনই পেসার। ১১ ম্যাচে রুবেলের সমান ১৩ উইকেট শিকার করেছেন তরুণ পেসার এবাদতও।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড