• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পারল না সিলেট; প্লে-অফে রাজশাহী

  ক্রীড়া প্রতিবেদক

০৪ জানুয়ারি ২০২০, ২২:১৮
শেষ চার নিশ্চিত রাজশাহীর
শেষ চার নিশ্চিত রাজশাহীর (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে তিন ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি সিলেট। টানা তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। সবশেষ আজ রাজশাহী রয়্যালসের কাছে হেরেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। এতে রয়্যালসদের প্লে-অফ অনেকটাই নিশ্চিত।

১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে রাজশাহী এখন পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। সমান সংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম। আর বিদায় নিশ্চিত হয়ে যাওয়া সিলেট ১১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে অবস্থান করছে।

শনিবার (৪ জানুয়ারি) সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে সিলেটের দেওয়া ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজশাহী। দলের পক্ষে ৩০ বলে ৮টি চারের সাহায্যে ৪৬ রান করেন আফিফ হোসেন। ২০ বলে ৩৬ করেন লিটন দাস।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে সিলেট থান্ডার। থান্ডারদের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন মোহাম্মদ মিথুন। ১১ বলে ২৫ করেন রাদারফোর্ড। রাজশাহীর হয়ে অলক কাপালি ২টি, মোহাম্মদ ইরফান ১টি ও আবু জায়েদ রাহি ১টি করে উইকেট শিকার করেন।

সিলেট ব্যাটিংয়ে নেমে একেবারে ধীর গতিতে এগোতে থাকে। পাওয়ারপ্লেতে ২ উইকেটে ৩৬ রান তোলে তারা। দলীয় ওভারে দলীয় অর্ধশত রান পূর্ণ হয় তাদের। চতুর্থ উইকেট জুটিতে মিথুন ও রাদারফোর্ডের প্রচেষ্টায় রানে গতি আসে সিলেটের। কিন্তু ১৬তম ওভারে মিথুন রান আউট হয়ে যাওয়ায় রানের গতি আবার কমে যায় স্বাগতিকদের। শেষমেশ ১৪৩ রান করতে সক্ষম হয় তারা।

সংক্ষিপ্ত স্কোর :

ফল : ৬ উইকেটে জয়ী রাজশাহী রয়্যালস।

সিলেট থান্ডার ইনিংস : ১৪৩/৬ (২০ ওভার)

(আন্দ্রে ফ্লেচার ২৫, আব্দুল মজিদ ১৬, চার্লস ৮, মিথুন ৪৭, রাদারফোর্ড ২৫, সোহাগ গাজী ০, মিলন ১৩*, দেলোয়ার ২*; মোহাম্মদ নওয়াজ ০/১৫, আবু জায়েদ ১/২৯, মোহাম্মদ ইরফান ১/১৮, কামরুল ইসলাম ০/২৮, ফরহাদ রেজা ০/১১, শোয়েব মালিক ০/১৯, অলক কাপালি ২/১৪, রবি বোপারা ০/৩)।

রাজশাহী রয়্যালস ইনিংস : ১৪৫/৪ (১৫.১ ওভার)

(লিটন ৩৬, আফিফ ৪৬, শোয়েব মালিক ২৭, ইরফান শুক্কুর ১০, রবি বোপারা ১*, মোহাম্মদ নওয়াজ ১১*; ইবাদত হোসেন ০/৩২, নাভিন-উল-হক ০/৩৪, রাদারফোর্ড ১/৩১, নাজমুল ইসলাম অপু ১/৩১, দেলোয়ার হোসেন ০/৩৬)।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড