• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেষ চার নিশ্চিত করতে রাজশাহীর চাই ১৪৪

  ক্রীড়া প্রতিবেদক

০৪ জানুয়ারি ২০২০, ২০:৩৪
ব্যাট করছেন সৌম্য ও আফিফ
ব্যাট করছেন সৌম্য ও আফিফ (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিলেট পর্বের শেষ ম্যাচে মুখোমুখী হয় রাজশাহী রয়্যালস এবং সিলেট থান্ডার। নিয়মরক্ষার ম্যাচে রাজশাহীকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। থান্ডারদের চ্যালেঞ্জিং লক্ষ্য টপকে গেলেই শেষ চার নিশ্চিত হবে রয়্যালসদের।

ঘরের মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করেছে সিলেট থান্ডার। থান্ডারদের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন মোহাম্মদ মিথুন। ১১ বলে ২৫ করেন রাদারফোর্ড। রাজশাহীর হয়ে অলক কাপালি দুইটি, মোহাম্মদ ইরফান ১টি ও আবু জায়েদ রাহি একটি করে উইকেট শিকার করেছেন।

সিলেট ব্যাটিংয়ে নেমে একেবারে ধীরগতিতে এগোতে থাকে। পাওয়ারপ্লেতে ২ উইকেটে ৩৬ রান তোলে তারা। দলীয় ওভারে দলীয় অর্ধশত রান পূর্ণ হয় তাদের। চতুর্থ উইকেট জুটিতে মিথুন ও রাদারফোর্ডের প্রচেষ্টায় রানে গতি আসে সিলেটের। কিন্তু ১৬তম ওভারে মিথুন রান আউট হয়ে যাওয়ায় রানের গতি আবার কমে যায় স্বাগতিকদের।

সিলেটের ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। এটি ১১তম ম্যাচ। আগের ১০ ম্যাচে মাত্র ১টিতে জয় পেয়েছে তারা। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সবার নিচে। অন্যদিকে, রাজশাহীর এটি দশম ম্যাচ। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন তারা তৃতীয় অবস্থানে রয়েছে। রাজশাহী যদি আজ জয় পায় তাহলে তারা প্লে-অফে উঠে যাবে।

সংক্ষিপ্ত স্কোর :

সিলেট থান্ডার ইনিংস : ১৪৩/৬ (২০ ওভার)

(আন্দ্রে ফ্লেচার ২৫, আব্দুল মজিদ ১৬, চার্লস ৮, মিথুন ৪৭, রাদারফোর্ড ২৫, সোহাগ গাজী ০, মিলন ১৩*, দেলোয়ার ২*; মোহাম্মদ নওয়াজ ০/১৫, আবু জায়েদ ১/২৯, মোহাম্মদ ইরফান ১/১৮, কামরুল ইসলাম ০/২৮, ফরহাদ রেজা ০/১১, শোয়েব মালিক ০/১৯, অলক কাপালি ২/১৪, রবি বোপারা ০/৩)।

সিলেট থান্ডার একাদশ : আন্দ্রে ফ্লেচার (অধিনায়ক), মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), জনসন চার্লস, আব্দুল মজিদ, নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, দেলোয়ার হোসেন, রাদারফোর্ড, নাজমুল ইসলাম অপু, নাভিন-উল-হক, ইবাদত হোসেন।

রাজশাহী রয়্যালস একাদশ : লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শোয়েব মালিক (অধিনায়ক), রবি বোপারা, ইরফান শুক্কুর, মোহাম্মদ নওয়াজ, অলক কাপালি, ফরহাদ রেজা, আবু জায়েদ রাহি, কামরুল ইসলাম রাব্বী, মোহাম্মদ ইরফান।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড