• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘একটা জয়ের’ আশায় ব্যাটিংয়ে সিলেট

  ক্রীড়া প্রতিবেদক

০৪ জানুয়ারি ২০২০, ১৮:৩৯
ব্যাটিংয়ে সিলেট
ব্যাটিংয়ে সিলেট (ছবি : সংগৃহীত)

টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়েছে তারা। দশ ম্যাচ খেলে এখন পর্যন্ত জয় মাত্র একটিতে। ঘরের মাঠে টানা দুই ম্যাচ খেললেও এখনো জয়ের মুখ দেখেনি সিলেট থান্ডার। নিজেদের মাঠে তৃতীয় ম্যাচে রাজশাহীর মুখোমুখী হয়েছে স্বাগতিকরা। একটি জয়ের আশায় রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ৩৪তম ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। দিনের দ্বিতীয় খেলাটিও সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও মাছরাঙা।

সিলেটের ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। এটি ১১তম ম্যাচ। আগের ১০ ম্যাচে মাত্র ১টিতে জয় পেয়েছে তারা। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সবার নিচে। অন্যদিকে, রাজশাহীর এটি দশম ম্যাচ। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন তারা তৃতীয় অবস্থানে রয়েছে। রাজশাহী যদি আজ জয় পায় তাহলে তারা প্লে-অফে উঠে যাবে।

সিলেট থান্ডার একাদশ : আন্দ্রে ফ্লেচার (অধিনায়ক), মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), জনসন চার্লস, আব্দুল মজিদ, নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, দেলোয়ার হোসেন, রাদারফোর্ড, নাজমুল ইসলাম অপু, নাভিন-উল-হক, ইবাদত হোসেন।

রাজশাহী রয়্যালস একাদশ : লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শোয়েব মালিক (অধিনায়ক), রবি বোপারা, ইরফান শুক্কুর, মোহাম্মদ নওয়াজ, অলক কাপালি, ফরহাদ রেজা, আবু জায়েদ রাহি, কামরুল ইসলাম রাব্বী, মোহাম্মদ ইরফান।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড