• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়াটসন তাণ্ডবে রংপুরের রানের পাহাড়

  ক্রীড়া প্রতিবেদক

০৩ জানুয়ারি ২০২০, ২১:২৭
রংপুর অধিনায়ক শেন ওয়াটসন
রংপুর অধিনায়ক শেন ওয়াটসন (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩২তম ম্যাচে মুখোমুখি সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক শেন ওয়াটসনের ঝড়ো অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান তুলেছে রংপুর।

শুক্রবার (৩ জানুয়াররি) টস হারা রংপুরের হয়ে ব্যাটিং উদ্বোধন করেন মোহাম্মদ নাঈম ও শেন ওয়াটসন। তাদের দুইজনের ব্যাটে দুর্দান্ত শুরু পায় রংপুর। ওপেনিং জুটিতে ৮ ওভার ৩ বলে ৭৭ রান তুলে দলকে বড় রানের ভিত গড়ে দেন নাঈম-ওয়াটসন। ৩৩ বলে ৪২ রান করে মনির হোসেনের বলে সাজঘরে ফেরেন নাঈম। নাঈমের বিদায়ের পরপরই যুদ্ধংদেহী হয়ে ওঠেন গত কয়েক ম্যাচে রানখরায় থাকা ওয়াটসন। ক্যামেরন ডেলপোর্টকে সঙ্গে সিলেটের বোলারদের উপর তাণ্ডব চালাতে থাকেন তিনি।

১৩৮ রানের মাথায় জোড়া আঘাতে কিছুটা ব্যাকফুটে চলে যায় রংপুর। ইনিংসের ১৫তম ওভারে পরপর দুই বলে ডেলপোর্ট ও ওয়াটসনকে সাজঘরে পাঠান এবাদত হোসেন। ৩৬ বলে ৬৮ রানের দুর্দান্ত একটি ইনিংস উপহার দেন ওয়াটসন। ইনিংসে ৬টি চারের পাশাপাশি ছিলো ৫টি ছয়ের মার। ডেলপোর্ট করেন ১৮ বলে ২৫ রান।

জোড়া আঘাতের পর রংপুরের রানের গতি হয়ে যায় শ্লথ। ক্রিসমার সান্টোকির শেষ ওভারে মোহাম্মদ নবীর ব্যাক টু ব্যাক ছক্কায় শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৯৯ রান তোলে রংপুর। নবী ১৭ বলে করেন ২৩ রান। ৮ বলে ১৬ রানে অপরাজিত থাকেন ফজলে মাহমুদ

সিলেটের সফলতম বোলার এবাদত হোসেন ৩০ রান খরচায় নেন ২ উইকেট।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড