• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামকে সরিয়ে শীর্ষে রাজশাহী

  ক্রীড়া ডেস্ক

০২ জানুয়ারি ২০২০, ১৭:২৬
রাজশাহী রয়্যালস
রংপুরকে হারিয়েছে রাজশাহী রয়্যালস (ছবি : সংগৃহীত)

রংপুর রেঞ্জার্সকে ৩০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল রাজশাহী রয়্যালস। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বোপারার ঝড়ো ব্যাটিংয়ের পর ইরফান, নওয়াজ ও শোয়েব মালিকের নিয়ন্ত্রিত বোলিংয়ে হার মেনে নেয় রংপুর শিবির।

প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৯ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে রাজশাহী। টস হেরে শুরুতেই বড় স্কোরের পথ দেখিয়ে দেন লিটন ও আফিফ জুটি। ২৯ বলে ৫১ রানের জুটি গড়েন তারা। ১৫ বলে ১৯ রানে লিটন ও ১৭ বলে ৩২ রান করেন আফিফ।

এরপর শোয়েব মালিক ৩৭ ও ইরফান শুক্কুর ২০ রান করে আউট হন। তবে রংপুরের বিপক্ষে ব্যবধান গড়ে দিলেন ইংলিশ তারকা রভি বোপারা। নওয়াজকে নিয়ে পঞ্চম উইকেটে মাত্র ২১ বলে ৪৭ রানের বিধ্বংসী জুটি গড়েন তিনি। ৪টি চার ও ৩টি ছক্কায় ২৯ বলে ৫০ রান করেন বোপারা। এতে ১৮০ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় রাজশাহী।

জবাব দিতে নেমে অজি তারকা ওয়াটসনকে শুরুতেই হারায় রংপুর। টুর্নামেন্টে এ নিয়ে টানা তিন ম্যাচেই পুরোপুরি ব্যর্থ অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার। নাঈম শেখ ২৭, টম অ্যাবল ২৯ ও ফজলে মাহমুদ ৩৪ রান করলেও পরাজয় এড়াতে পারেনি রংপুর রেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৪৯ রান তোলে তারা। নওয়াজ, মালিক ও রাব্বি তিনজনই শিকার করেন দুই উইকেট।

এ জয়ে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করল রাজশাহী রয়্যালস। সমান ম্যাচে চট্টগ্রামও সমান পয়েন্ট পেয়েছে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে শোয়েব মালিকরা। এ দিকে, ৯ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে বিদায় অনেকটাই নিশ্চিত রংপুর রেঞ্জার্সের।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড