• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

রংপুরের বিপক্ষে রাজশাহীর সম্ভাব্য একাদশ

  ক্রীড়া ডেস্ক

০২ জানুয়ারি ২০২০, ১১:৩৪
রংপুর ও রাজশাহীর অধিনায়ক
রংপুর ও রাজশাহীর অধিনায়ক (ছবি : সংগৃহীত)

ঢাকায় তৃতীয়পর্ব শেষে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবার শুরু হচ্ছে সিলেটে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রংপুর রেঞ্জার্স ও রাজশাহী রয়্যালসের মধ্যকার ম্যাচ দিয়েই সিলেটে চতুর্থপর্ব শুরু হচ্ছে। দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

বঙ্গবন্ধু বিপিএলে দ্বিতীয়বারের মতো এই দুই দল মুখোমুখি হচ্ছে। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রথম দেখায় রাজশাহীকে ৪৭ রানে হারায় শেন ওয়াটসনের রংপুর। ফলে এই ম্যাচে জয় তুলে নিয়ে প্রতিশোধ নিতে চাইবে আন্দ্রে রাসেলের নেতৃত্বাধীন রাজশাহী।

অন্যদিকে, ৮ ম্যাচ খেলে মাত্র ৩ জয় পাওয়া রংপুরের প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মুস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের।

চলতি বিপিএলে ব্যাটে-বলে দুর্দান্ত সময় কাটছে রংপুরের ইংলিশ অলরাউন্ডার লুইস গ্রেগরির। ৮ ম্যাচে ১৯৬ রানের সঙ্গে বল হাতে ১১ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া মুস্তাফিজ প্রথম দিকে নিষ্প্রভ থাকলেও শেষ কয়েকটি ম্যাচে দারুণ বোলিং করেছেন।

৮ ম্যাচে এই বাঁহাতি পেসার শিকার করেছেন ১২টি উইকেট। রাজশাহীর বিপক্ষে জয় পেতে মুস্তাফিজ-গ্রেগরির ওপর ভরসা রাখবে রংপুর। রাজশাহীর বিপক্ষে সর্বশেষ ম্যাচে রংপুরের জয়ের নায়ক ছিলেন তাসকিন।

এই ডানহাতি পেসার ২৯ রানে ৪ উইকেট শিকার করেন। ফলে তার কাছেও ভালো বোলিংয়ের প্রত্যাশা থাকবে দলটির।

এ দিকে, রাজশাহী বোলিংয়ের চেয়ে ব্যাটিং শক্তির ওপরই বেশি নির্ভরশীল। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন জাতীয় দলের ওপেনার লিটন দাস। তিনি ৮ ম্যাচে ২৩৬ রান করেছেন। আরেক ওপেনার আফিফ হোসেনও দারুণ ফর্মে আছেন। তিনি ৮ ম্যাচে ২২৮ রান করেছেন।

রাজশাহী রয়্যালস সম্ভাব্য একাদশ : লিটন দাস, অলক কাপালি, আফিফ হোসেন ধ্রুব, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, আবু জায়েদ রাহি, মোহাম্মদ ইরফান, কামরুল ইসলাম রাব্বি।

রংপুর রেঞ্জার্স সম্ভাব্য একাদশ : শেন ওয়াটসন (অধিনায়ক), মোহাম্মদ নাইম, ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, জহিরুল ইসলাম, ফজলে মাহমুদ, মোহাম্মদ নবী, আরাফাত সানি, আল-আমিন, মুস্তাফিজুর রহমান ও মুকিদুল ইসলাম।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড