• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিলেটেও নেই বিপিএলের দর্শক

  ক্রীড়া ডেস্ক

০১ জানুয়ারি ২০২০, ২২:৩৯
ফাঁকা সিলেটের টিকিট বুথ (ছবি : সংগৃহীত)

ঘরোয়া ক্রিকেটের মধ্যে দেশে সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টির আগের আসরগুলোর টিকিট ছিল যেন সোনার হরিণ। টিকিট নিয়ে হয়েছে অনেক কালোবাজারি। ঘণ্টায় ফুরিয়ে গেছে কয়েক হাজার টিকিট। কিন্তু বিপিএলের চলমান আসরের প্রতি যেন মানুষের তেমন আগ্রহ নেই।

ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে ২৮টি ম্যাচ। যার মধ্যে ঢাকায় দুই পর্ব ও চট্টগ্রামে ছিল একটি পর্ব। যেখানে বরাবরই দেখা গেছে দর্শক খরা। এবার সিলেটেও তেমন কিছুর আভাস পাওয়া গেল। সিলেটে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু বিপিএলে আগ্রহ নেই সিলেটের ক্রীড়ামোদী দর্শকদের।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিলেটের মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল। এর একদিন আগে বুধবার (১ জানুয়ারি) বিক্রি শুরু হওয়া টিকিট কাউন্টারের ফাঁকা দৃশ্য দেখে অনেকের ধারণা, দর্শক খরায় পড়তে পারে বিপিএল সিলেট পর্বও।

আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের টিকিট বুথে টিকিট বিক্রি করা হয়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের টিকিট বুথে টিকিটের ক্রেতা একেবারে ছিল না বললেই চলে। বুথে অলস সময় কাটাতে দেখা যায় বিক্রেতাদের। ক্রেতা কম থাকায় ব্যস্ততা নেই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরও।

বিসিবি সূত্রে জানা গেছে, প্রতিদিন ম্যাচের পূর্বেও সংগ্রহ করা যাবে বিপিএলের টিকিট।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড