• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

তাসকিনের কণ্ঠে জাতীয় দলে ফেরার তাড়না

  ক্রীড়া ডেস্ক

০১ জানুয়ারি ২০২০, ১৩:৫০
তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ (ছবি : সংগৃহীত)

চলতি বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে প্রথম তিন ম্যাচে উইকেট শূন্য থাকায় পরের তিন ম্যাচে একাদশে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদ। তবে নিজেদের অষ্টম ম্যাচে সুযোগ পেয়ে বল হাতে ঝলসে উঠেছেন তাসকিন। ২৯ রানে ৪ উইকেট নিয়ে রংপুরকে রাজশাহী রয়্যালসের বিপক্ষে বড় জয় পেতে সাহায্য করেছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিনের কণ্ঠে ঝরেছে জাতীয় দলে ফেরার তাড়না, ‘আসলে চেষ্টা করব যে নতুন বছরটা যেন ভালো যায়। আর ২০১৯ সালে যেসব জিনিস পাওয়ার ইচ্ছে ছিল সেসব যেন ২০২০ সালে পাই।’

‘আল্লাহ যেন সুস্থ রাখে, মনের ইচ্ছেগুলো যেন পূরণ হয়। নিজের সেরা ক্রিকেটটা খেলতে পারি ও ভালো পারফরম্যান্স দিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারি, বাংলাদেশকে জেতাতে যেন পারি এসবই লক্ষ্য।’

গতকাল তাসকিনের সঙ্গে সংবাদ সম্মেলনে বসেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। ২০২০ সালের লক্ষ্য নিয়ে কিছু না বললেও লিটন বলেন, ‘আমার ভাই ওর (তাসকিন) মতো এত বড় কোনো ইচ্ছে নাই (হাসি)। বছর অনেক বড়, অনেকগুলো দিন। নেক্সট দিন কী হবে এটা আমার চিন্তা। সামনের দিনগুলো কীভাবে ভালো আসবে, কীভাবে কী করলে আমি উন্নতি করতে পারি ক্রিকেটসহ সবকিছুতে এটাই লক্ষ্য।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড