• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্ত্রীর কারণে দেশে ফিরলেন মালান

  ক্রীড়া প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০১৯, ২২:২৩
ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান
ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান।কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে ব্যাট হাতে সময়টা তার দারুণ কাটছে। দলের জয়ে বরাবরই ভূমিকা রেখেছেন তিনি। তবে কুমিল্লার জন্য দুঃসংবাদ হলো দেশে ফিরতে হচ্ছে তাকে। স্ত্রীর অসুস্থতার কারণে দেশে ফিরবেন এই ইংলিশ ব্যাটসম্যন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিপিএলের ২৭তম ম্যাচে চট্টগ্রামের কাছে প্রায় হারতে বসা কুমিল্লাকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন তিনি। তবে এরপর আর দেরি করেননি। ম্যাচ শেষ হতেই বিমানবন্দরে চলে যান। ৭৪ রানের ইনিংস খেলা মালান ম্যাচসেরার পুরস্কার নেয়ার জন্যও অপেক্ষা করেননি। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন সৌম্য সরকার। সন্ধ্যা ৬টা ৫০-এর ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হন মালান।

মালানের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ওয়ারিয়র্সের মিডিয়া ম্যানেজার মোহাম্মদ লাবলু রহমান। তিনি বলেন, ‘মালানের স্ত্রী অসুস্থ থাকার কারণে মাঠ থেকে সরাসরি বিমানবন্দরে চলে যান। ৬টা ৫০ এর ফ্লাইটে রওনা দেন তিনি। আজ ম্যাচের আগে থেকেই তার যাওয়া নিশ্চিত ছিল।’

এবারের বিপিএলে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে কুমিল্লা। গ্রুপপর্বে আরও চার ম্যাচ বাকি আছে তাদের। বর্তমান অধিনায়ক মালান এর ভেতর ফিরবেন কি? এ প্রশ্নের উত্তরে কুমিল্লার ম্যানেজার বলেন, ‘তার ফিরে আসার কথা। আমরা তাকে ফিরতি টিকেটও দিয়েছি। ৬ জানুয়ারি তার ফেরার কথা। এখন তার স্ত্রী সুস্থতার ওপর সবকিছু নির্ভর করবে।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড