• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকার বিপক্ষে কেমন হবে রাজশাহীর একাদশ

  ক্রীড়া ডেস্ক

৩০ ডিসেম্বর ২০১৯, ১৫:৪০
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ
ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ঢাকার দ্বিতীয় পর্বের ২৬তম ম্যাচে সন্ধ্যায় মুখোমুখী হবে ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

চলতি আসরের তৃতীয় ম্যাচেই মুখোমুখী হয়েছিল রাজশাহী-ঢাকা। দুদলের সবশেষ দেখায় জয়টা লিটন-আফিফদের। মাশরাফি-তামিমদের দেওয়া ১৩৪ রানের জবাবে মাত্র এক উইকেটে জয় পেয়ে যায় রাজশাহী। ফলে আজ ফিরতি ম্যাচে সেই প্রতিশোধ নিতে চাইবে ঢাকা।

এই মুহূর্তে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মাশরাফি বিন মর্তুজার দলটির অবস্থান চারে। সর্বশেষ ম্যাচে শক্তিশালী চট্টগ্রামের কাছেও হেরেছে ঢাকা। সেখান থেকে ঘুরে দাঁড়াতে চাইবে তারা। অবস্থান দৃঢ় করতে হলে জয় পাওয়াটা জরুরি।

এ দিকে রদবদলের পালা চলছে ঢাকার শিবিরে। ডান হাঁটুর ইনজুরির কারণে দেশে ফেরত গেছেন পাকিস্তানি তারকা শহিদ আফ্রিদি। আজ-কালের মধ্যেই নিজের দেশে ফেরত যাবেন ঢাকা প্লাটুনের পেসার ওয়াহাব রিয়াজও।

তবে রাজশাহী দারুণ অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত অন্য দলগুলোর তুলনায় সবচেয়ে কম একটি ম্যাচ হেরেছে তারা। গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম পর্বে শুরুর দিন খুলনার কাছে হারের পর টানা ৩ জয়ে এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে তারা।

আজ আবার ঢাকাকে হারিয়ে দিতে পারলে তারা চট্টগ্রামের চেয়ে (৮ ম্যাচ) এক ম্যাচ কম খেলেই শীর্ষে উঠে যাবে। বঙ্গবন্ধু বিপিএলে নেট রানরেট সবচেয়ে সমৃদ্ধ রাজশাহীর। আজ তাই আরেকটি জয় তুলে নিয়ে সবার ওপরে উঠে যেতে চায় আন্দ্রে রাসেলের নেতৃত্বাধীন দলটি।

রাজশাহী রয়্যালসের সম্ভাব্য একাদশ : লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল, অলক কাপালি, ইরফান শুক্কুর, নাহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা ও মোহাম্মদ ইরফান।

ঢাকা প্লাটুনের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মুমিনুল হক, থিসারা পেরেরা, লরি ইভান্স, জাকের আলি, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি মর্তুজা ও হাসান মাহমুদ।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড