• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাঠে মাশরাফির উদারতা, সংবাদ সম্মেলনে ইমরুলের ‘ধন্যবাদ’

  ক্রীড়া ডেস্ক

২৮ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৯
ইমরুল কায়েস
মাশরাফির উদারতায় জীবন পেয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ইমরুল (ছবি: সংগৃহীত)

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। মেহেদী হাসানের বল ঠেকিয়েই একটু এগিয়ে যান ইমরুল কায়েস। এ সময় ঢাকার মুমিনুল হক দ্রুতগতিতে দৌড়ে এসে স্ট্যাম্পে বল লাগিয়ে দেন। পপিং ক্রিজে ব্যাট না রেখে এগিয়ে যাওয়ায় তাকে আউট দেওয়ার দাবি জানায় ঢাকার খেলোয়াড়রা। আম্পায়ারও আঙুল তুলে আউটের সিদ্ধান্ত জানান।

তবে এখানে বাধা হয়ে দাঁড়ান ঢাকার অধিনায়ক মাশরাফি। তিনি সবাইকে যার যার জায়গায় যেতে বলেন এবং আউটের আবেদন তুলে নেন। এরপর এই ঘটনা আর বেশি দূর গড়ায়নি। ফলে শূন্য রানেই জীবন পান ইমরুল। দলের মামুলি সংগ্রহের পরেও ম্যাশের এমন উদারতা মুগ্ধ করেছে সবাইকে। ম্যাচশেষে এ ঘটনার ব্যাখ্যা মাশরাফি বলেন, ‘ক্রিকেটিং ভাবে এগোলে, থার্ড আম্পায়ার আউট দিতে বাধ্য হতেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমরা সিনিয়ররা আছি ওখানে, আমি আছি, তামিম আছে … ওই আউটটা নিলে ভালো দেখাত না।’

জীবন পেয়েই ম্যাচজয়ী ইনিংস খেলেছেন ইমরুল। ৫৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন তিনি। তবে মাশরাফির মহানুভবতায় জীবন পেলেও তাকেই ধন্যবাদ জানাতে ভুলে গিয়েছিলেন ইমরুল। সংবাদ সম্মেলনে মজার ছলে ইমরুলকে সেটাই মনে করিয়ে দিলেন মাশরাফি। ঢাকার অধিনায়ক বলেন, ‘সত্যি কথা বলতে এটা ফিল্ডিং দল আউটটা নিতে পারে। কৃতজ্ঞতা কীভাবে প্রকাশ করতে হয় সেটা ইমরুলের শেখা উচিত। ও কিন্তু ধন্যবাদও বলেনি।’ এসময় মাশরাফির পাশেই বসে ছিলেন ইমরুল। মাশরাফির কথা শুনে তখন তিনিও ‘ধন্যবাদ’ জানিয়ে দিলেন। লাজুক হেসে ইমরুল বলেন, ‘ধন্যবাদ ভাই… অনেক ধন্যবাদ।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড